বিবি ডেস্ক : বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীকে দু’টি বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত যেখানে টাকা রাখছেন তা সুরক্ষিত কিনা। দ্বিতীয়ত, জমা টাকার উপর সুদের হার।
সে দিকে থেকে পোস্ট অপিসে টাকা জমা রাখা অনেক বেশি নিরাপদ এবং লাভজনকও বটে। পোস্ট অফিসের বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি স্কিমে ব্যাঙ্কের থেকে কিছুটা বেশি সুদ পাওয়া যায়।
এই স্কিমগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশানাল সেভিসং স্কিম (NSC)। এই এনএসসি স্কিমে যে কোনো সময় বছরে ৬.৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এই এনএসসি স্কিমে ম্যাচিউরিটির সময়সীমা বছর। তবে চাইলে আপনি এই সময়সীমা ম্যাচিইরিটির পর আর পাঁচ বছর বাড়াতে পারেন।
এনএসসিতে নুন্যতম ১০০টাকা থেকে জমানো যায়। তবে আপানি এই স্কিমে যত খুশি টাকা রাখতে পারেন। এর নিদিষ্ট কোন উর্ধ্বসীমা নেই।
এনএসসি ট্যাক্স সেভিসং স্কিমও। আয়কর আইন ১৯৬১-র ৮০সি ধারা অনুযায়ী এনএসসি ১.৫ লাখ টাকা রাখলে কর ছাড় পাওয়া যায়।
এনএসসি ১০০, ৫০০, ১০০০, ৫০০০ এবং ১০,০০০টাকার পাওয়া যায়। আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি দামের সার্টিফিকেট ক্রয় করতে পারেন।
৫ বছরে ৬ লাখ টাকা কী ভাবে আয় করবেন?
আপনি যদি ১৫ লাখ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে ৬.৮ শতাংশ হারে আপনি ওই সময়কাল পর পাবেন ২০.৮৫ লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ বছরে আপনার আয় হবে ৬ লক্ষ টাকা।
আরও পড়ুন : এই ৮ রকমের মৃত্যু মেয়াদি জীবন বিমার আওতায় আসে না