ফেবরুয়ারিতে জিএসটি সংগ্রহ ১২.৫ শতাংশ বেড়ে ১.৬৮ লক্ষ কোটি টাকা

GST

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহ আগের বছরের একই সময়ে তুলনায় ১২.৫ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্য অনুযায়ী, ঘরোয়া লেনদেন থেকে প্রাপ্ত জিএসটি ১৩.৯ শতাংশ এবং পণ্য আমদানি থেকে জিএসটি-তে ৮.৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। ফেবরুয়ারিতে নিট জিএসটি রাজস্ব দাঁড়িয়েছে ১.৫১ লক্ষ কোটিতে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৪০ লক্ষ কোটি টাকায়। যা গত ২০২২-২৩ আর্থিক বছরের একই সময়ের তুলনায় ১১.৭ শতাংশ বেশি।

২০২৩-২৪ আর্থিক বছরের গড় মাসিক মোট সংগ্রহ ১.৬৭ লক্ষ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের মধ্যে সংগৃহীত ১.৫ লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় জিএসটি বাবদ এসেছে ৩১,৭৮৫ কোটি টাকা। রাজ্য জিএসটি থেকে এসেছে ৩৯,৬১৫ কোটি টাকা। এ ছাড়া আইজিএসটি-তে এবং সেস বাবদ সংগৃহীত হয়েছে যথাক্রমে ৮৪,০৯৮ কোটি এবং ১২,৮৩৯ কোটি টাকা।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ হয়ে যেতে পারে মুহূর্তের ভুলে, এটিএম কার্ড নিয়ে এই সতর্কতাগুলি মেনে চলুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.