শনিবার সামান্য বাড়ল সোনার দাম, জানুন কলকাতায় কত

শনিবার কিছুটা বেড়েছে সোনার দাম। প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৪৯ টাকা বেড়ে হয়েছে ৬৩৮৮.৪ টাকা। একই ভাবে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৩৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫১.৮ টাকায়।

তবে শতকরা হিসেবে গত সপ্তাহের চেয়ে সোনার দাম কমেছে ১.১৭ শতাংশ। যেখানে গত মাসে হলুদ ধাতুর দাম বেড়েছিল .০৫ শতাংশ।

রুপার দাম প্রতি কিলোগ্রামে ২০০ টাকা বেড়ে হয়েছে ৭৪,৫০০ টাকা। বিভিন্ন শহরে সোনা ও রুপোর দাম নিম্নরূপ:

চেন্নাই

সোনার দাম: ৬৪৪৪৯ টাকা প্রতি ১০ গ্রাম

রুপোর দাম: ৭৬২০০ টাকা প্রতি কেজি

দিল্লি

সোনার দাম: ৬৩৮৮৪ টাকা প্রতি ১০ গ্রাম

রুপোর দাম: ৭৪৫০০ টাকা প্রতি কেজি

মুম্বই

সোনার দাম: ৬৪৪৪৯ টাকা প্রতি ১০ গ্রাম

রুপোর দাম: ৭৪৫০০ টাকা প্রতি কেজি

কলকাতা

সোনার দাম: ৬৩৯৪৭ টাকা প্রতি ১০ গ্রাম

রুপোর দাম: ৭৪৫০০ টাকা প্রতি কেজি

বলে রাখা ভালো, সোনা ও রুপোর দামের ওঠানামা বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয়। যেগুলির মধ্যে রয়েছে নামী জুয়েলার্সের ব্যবসা, সোনার বৈশ্বিক চাহিদা, মুদ্রার ওঠানামা, প্রচলিত সুদের হার এবং সরকারি নিয়মনীতি ইত্যাদি। তবে, বৈশ্বিক ঘটনাবলি যেমন বিশ্ব অর্থনীতির অবস্থা এবং অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তিও ভারতীয় বাজারে সোনার দামকে প্রভাবিত করে।

আরও পড়ুন: শিশুদের জন্য বিশেষ প্ল্যান এলআইসি-র, বিমা-সহ নিশ্চিত রিটার্ন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.