বিবি ডেস্ক : আগামী ৩১ আগস্ট পর্যন্ত হোম লোনের উপর প্রসেসিং ফি মকুবের কথা ঘোষণা করল দেশের অন্যতম রাষ্ট্রাটত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
একই সঙ্গে জানানো হয়েছে, ইয়নো অ্যাপের মাধ্যমে হোম লোনের আবেদন করলে ৫ বেসিস পয়েন্ট ছাড় পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রে ছাড় পাবেন ৫বিপিএস।
উল্লেখযোগ্য, গত বছরের সেপ্টেম্বর মাসেও এসবিআই হোম লোনের প্রসেসিং ফি মকুব করেছিল। ব্যাঙ্কগুলির মধ্যে খুচরা ঋণের গ্রাহক সংগ্রহের প্রতিযোগিতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি বলে মনে করছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা।
এই স্কিমের নাম দেওয়া হয়েছে , ‘মনসুন ধামাকা অফার’। ব্যাঙ্কটি পক্ষ থেকে এ খবর জানিয়ে টুইটও করা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার হোম লোনের পোর্টফলিও ইতিমধ্যেই ৫ লক্ষ কোটির মাইল ফলক অতিক্রম করেছে। ৩১মার্চ ২০২১ পর্যন্ত ব্যাঙ্কের আমানত প্রায় ৩৭লক্ষ কোটি টাকা। যার মধ্যে কারেন্ট- সেভিংস অ্যাকাউন্টের অনুপাত ৪৬ শতাংশের বেশি। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কের মধ্যে হোম লোনের হিসাবে এসবিআইএ-র মার্কেট শেয়ার ৩৪.৫১ শতাংশের বেশি।
আরও পড়ুন : বন্ধন ব্যাঙ্ক এর অগ্রগতির ধারা বছরের প্রথম ত্রৈমাসিকে অব্যাহত
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.