বিবি ডেস্ক: এ যেন উলটপুরান! এক দিকে যখন বিপুল মুদ্রাস্ফীতি (Inflation) নিয়ে নাজেহাল ব্রিটেন, মূল্যবৃদ্ধি নিয়ে নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্র, তখন স্রোতের একেবারে বিপরীতে রেকর্ড উচ্চতার দিকে চলেছে সেনসেক্স (Sensex)। মোটামুটি ভাবে ধরে নেওয়া হয়, মুদ্রাস্ফীতি (Inflation), মূল্যবৃদ্ধি এবং ব্যাঙ্কে সুদ বৃদ্ধির রেশ এসে পড়ে শেয়ার বাজারে (Share Market)। যার জেরে নামে সূচক। কিন্তু স্রোতের বিপরীত ছবিতে কিছুটা হলেও অবাক বেশির ভাগ বাজার বিশেষজ্ঞ।
মন্দার কবলে ইউরোপ?
আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ইউরোপীয় অঞ্চলকে ঘিরে। এই মহাদেশ মন্দার মুখে পড়তে পারে বলে বুধবার ফের জানিয়েছে সেখানকার শীর্ষ ব্যাঙ্ক। আর এ দিনই ব্রিটেন বলেছে, অক্টোবরে মূল্যবৃদ্ধি পৌঁছেছে ১১.১ শতাংশে। যা ৪১ বছরে সর্বোচ্চ। সেপ্টেম্বরে ছিল ১০.৭ শতাংশ। এই পরিসংখ্যান আশঙ্কা আরও বাড়াচ্ছে।
কী প্রভাব ভারতে
শুধু ব্রিটেন নয়, ইউরোপে চড়া মূল্যবৃদ্ধি ভারতেও চাপ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, এ দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার কমলেও, তা রয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) সহনসীমার উপরে (৬.৭৭ শতাংশ)। ফলে শীর্ষ ব্যাঙ্ক ফের আগামী ঋণনীতিতে সুদ বাড়াতে পারে। সে ক্ষেত্রে করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করা অর্থনীতির (Indian Economy) উপরে চাপ আরও বাড়বে।
কী বলছে কেন্দ্র
মোদী সরকার যদিও বলছে আমেরিকার মতো দেশে মূল্যবৃদ্ধি ভারতের থেকে অনেক বেশি। এই দাবি উড়িয়ে বুধবার বিরোধী কংগ্রেসের তোপ, ভারতের চেয়ে আমেরিকায় ক্রয়ক্ষমতাও ১৫ গুণ বেশি। সেখানে করোনার সময়ে মানুষের হাতে টাকা তুলে দেওয়ার জেরে চড়েছে মূল্যবৃদ্ধি। আর ভারতে আয় কমেছে। উল্টে করোনার সময়ে তেলে শুল্ক বাড়িয়ে ২৭ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র।
আর এই আবহে দ্রুতগতিতে ধাবমান সেনসেক্স (Sensex)। তবে বাজার বিশেষজ্ঞদের দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক সুদ বাড়ানোর পথে হাঁটলে শেয়ার বাজারে তার প্রভাব পড়তে বাধ্য।
আরও পড়ুন: দাম বেড়েছে চিনির, রফতানিতে জটিলতা