মুম্বই: শেষ ৬ মাসের সর্বোচ্চ অবস্থানে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার (foreign exchange reserves)। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থিতু হয়েছে ৫৭৩৭০ কোটি ডলারে। এমনটাই জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর পরিসংখ্যান।
এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার বেড়েছে। ১৩ জানুয়ারির সপ্তাহে, যা দাঁড়িয়েছিল ৫৭২০০ কোটি ডলারে। ফরেক্স মার্কেটের অংশগ্রহণকারীদের মতে, ভারতীয় রুপি স্থিতিশীল হওয়ায় ডলার কিনতে হস্তক্ষেপ করেছে আরবিআই। যে কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে এই বৃদ্ধি ধরা পড়ছে।
২০ জানুয়ারীর সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রুপি ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এটি তার টানা দ্বিতীয় সাপ্তাহিক বৃদ্ধি। শেষ কেনাবেচার দিনে ৮১.০৬৭৫ এবং ৮১.৮৯২৫-এর মধ্যেই ঘোরাফেরা করেছে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম।
গত বছরের শেষ কয়েক মাস ধরে ডলারের তুলনায় দুর্বল থেকে দুর্বলতর হয়েছে ভারতীয় টাকা। ভেঙেছে একের পর এক সর্বকালীন সর্বনিম্ন রেকর্ড। ডলার ক্রমশ শক্তিশালী হওয়ার কারণে তীব্র চাপের মধ্যে রয়েছে অন্যান্য মুদ্রাগুলিও। আমদানিকারকদের কাছ থেকে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে নতুন বছরে সেই পরিস্থিতির কিছুটা হলেও বদল দেখা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতীয় মুদ্রার অস্থিরতা মোকাবিলায় বিদেশি মুদ্রাভাণ্ডার ব্যবহার করা হচ্ছিল। অস্থির ও অস্বস্তিকর গতিবিধির নিয়ন্ত্রণে কোনো খামতি রাখতে চায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও বর্তমানে ভারতীয় রুপি স্থিতিশীল হওয়ায় ডলার কিনতে আগ্রহ দেখাচ্ছে আরবিআই।
আরও পড়ুন: বাজেটের আগে শেয়ার বাজার থেকে হাত ধুয়ে ফেলছেন বিদেশি বিনিয়োগকারীরা