ডলারের তুলনায় কমেই চলেছে টাকার দাম, বরাভয় দিয়েই চলেছেন অর্থমন্ত্রী

বিবি ডেস্ক: বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। প্রায় প্রতি দিন নিয়ম করে পড়ছে শেয়ার বাজার। আর এই সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে কমছে ডলারের তুলনায় টাকার দাম। এত কিছু ঘটনা যখন একসঙ্গে ঘটছে তখন সাধারণ বুদ্ধি বলে, কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। ঠিক তখনই ‘ভুল’ ধরিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। আশ্বাস দিয়ে তিনি বলছেন, মাভৈ! একেবারে সঠিক পথেই নাকি চলছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। এবং দুশ্চিন্তা করার নাকি কোনও কারণই নেই।

মন্ত্রী উবাচ

মন্ত্রীমশাইয়ের দাবি, টাকার দাম নিয়ে বিতর্ক মিটবে না। তাঁর বার্তা, আমেরিকায় সুদের হার বৃদ্ধির প্রভাব সব দেশের মুদ্রায় পড়েছে। তবে একই সঙ্গে মন্ত্রীর দাবি, ‘‘আমাদের অর্থনীতির মৌলিক উপাদানগুলি পোক্ত হওয়ায় ভারতীয় টাকা ভাল অবস্থায় আছে। ডলারের সাপেক্ষে অনেক বেশি হারে অন্যান্য দেশের মুদ্রার দাম পড়ছে। মুদ্রার বিনিময় মূল্য নিয়ে যখন কথা বলা হয়, তখন আসলে অর্থনীতি কতটা পোক্ত সেটাই বোঝা যায়। এই কারণে সেই সব দেশের থেকে ভারতীয় অর্থনীতির পরিস্থিতি অনেক ভাল।’’

টাকাকে সামলাতে কেন্দ্রের কৌশল কী

নির্মলার জবাব, রিজ়ার্ভ ব্যাঙ্কের কাজ টাকা চৃড়ান্ত ওঠানামা করলে হস্তক্ষেপ করা। কিন্তু বিনিময় মূল্য বেঁধে দেওয়ার পক্ষপাতী নয় শীর্ষ ব্যাঙ্ক। সরকারও তা চায় না। লক্ষ্য শুধু, টাকার ওঠানামা যাতে গুরুতর না হয় সেটা নিশ্চিত করা। তবে টাকার পড়তি দামে রফতানি ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বলেন, ‘‘ওটা তত্ত্ব অনুযায়ী হতে পারে। বর্তমানে বিশ্ব বাজারে মন্দা এবং চাহিদার সমস্যা রফতানির পথে বাধা হচ্ছে কি না, সে দিকে চোখ রাখা হবে।’’

আরও পড়ুন: নেই চাকরি, বেড়েই চলেছে অনাদায়ী শিক্ষা ঋণের বোঝা, নতুন ঋণ দেওয়া নিয়ে দ্বিধায় ব্যাঙ্ক

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.