বিবি ডেস্ক: পাসপোর্টের জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের। বুধবার থেকে এই সার্টিফিকেট পাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ, এ বার থেকে আপনি পাসপোর্ট আবেদনের জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন জানাতে পারবেন পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রেই।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক
আজ থেকে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSKs) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পাসপোর্ট আবেদনকারীদের স্থানীয় থানা তাঁদের বাসস্থানের ঠিকানা অনুযায়ী এই সার্টিফিকেট জারি করে।
পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি বাধ্যতামূলক প্রয়োজন। কারণ কর্তৃপক্ষকে আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড যাচাই করতে হয় এ ভাবেই। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যখন চাকরি, দীর্ঘমেয়াদি ভিসা, আবাসিক অবস্থা বা অন্য কোনো দেশে দেশে অভিবাসনের জন্য আবেদন করেন, তখনও এই শংসাপত্রের প্রয়োজন হয়।
সহজতর হবে পাসপোর্ট-সম্পর্কিত পরিষেবা
এর আগে, বিদেশে বসবাসকারীরা ক্ষেত্রে সরকারের পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে বা ভারতীয় দূতাবাস/হাইকমিশনের অফিসে এই সংশাপত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারতেন। এখন, পাসপোর্ট-সম্পর্কিত পরিষেবাগুলির প্রক্রিয়া সহজতর করার জন্য, সরকার সমস্ত অনলাইন পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSK) এর জন্য আবেদনের অনুমতি দিয়েছে।
বিদেশমন্ত্রকের মতে, “পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের চাহিদা অপ্রত্যাশিত ভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের বিদেশে চাকরি খুঁজতে যেতে সাহায্য করবে না বরং অন্যান্য প্রয়োজনীয়তা যেমন শিক্ষা, দীর্ঘমেয়াদি ভিসা ইত্যাদির ক্ষেত্রেও এই শংসাপত্রের চাহিদা মেটাবে”।
পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র কী
বিদেশমন্ত্রক এবং ডাক বিভাগের যৌথ উদ্যোগ পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র। নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা দেওয়া হয় এই কেন্দ্র থেকে। ছোটো শহরগুলির বাসিন্দাদের আরও বিস্তৃত পরিসরে পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য এই উদ্যোগটি চালু করা হয়েছিল। বর্তমানে, সারা দেশে ৪২৮টি পিওপিএসকে কাজ করছে।
আরও পড়ুন: ডলারের তুলনায় কমেই চলেছে টাকার দাম, বরাভয় দিয়েই চলেছেন অর্থমন্ত্রী