বাংলাবিজ ডেস্ক : লকডাউনের দিকে আঙুল তুলে যখন একাধিক সংস্থা কর্মী ছাঁটাই বা মাইনের কাটার রাস্তায় হাঁটছে। তখন এই কঠিন সময়ে অন্যপথে হাঁটল তিনটি তথ্যপ্রযুক্তি সংস্থা।
ফরাসি তথ্যপ্রযুক্তি সংস্থা ক্যাপগেমিনি। এপ্রিল মাস থেকে তাদের ৭০ শতাংশ কর্মীর মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেছে সংস্থাটি। ভারতে প্রায় দেড় লক্ষের কাছাকাছি কর্মী রয়েছে। এই ঘোষণার ফলে সংস্থা ৮৪হাজার কর্মী উপকৃত হবেন। বাকিদেরও আগামী জুলাই মাসে মাইনে বাড়বে বলে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে জানিয়েছে।
ক্যাপগেমিনি ইন্ডিয়ার সিইও অশ্বিন ইয়ারদি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘‘আমাদের পরিকল্পনা মতো এ এবং বি গ্রেডের সমস্ত কর্মীদের মাইনে বেড়েছে। বাকিদের বাড়বে।’’ তিনি আরও বলেন, ‘‘এটা সময়ের প্রশ্ন নয়, কী ভাবে আমাদের ব্যবসাকে বিকশিত করে যাবে সেটার প্রশ্ন।’’
ক্যাপগেমিনি কর্মীদের তার পরিবারের স্বাস্থ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ২কোটি ৫০লক্ষ ইউরোর একটি ফান্ডও তৈরি করেছে।
লকডাউনে মাইনে বাড়াচ্ছে ভারত পে
ডিজিট্যাল পেমেন্ট স্টার্টআপ ভারত পে তাদের কর্মীদের মাইনে বাড়াচ্ছে। সংস্থা সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন গ্রোভার জানিয়েছেন, ‘‘আমি কর্মীদের ২০শতাংশ মাইনে বাড়ানোন সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসাকে বড় করতে হলে যখন একটা সময় আসে তখন এই সিদ্ধান্ত নিতে হয়।’’
সূত্র : বিজনেস ইনসাইডার, বিজনেস টুডে