নয়াদিল্লি : চিনের ‘সুযোগ সন্ধানী’ বিনিয়োগ আটকে দিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। শনিবার বাণিজ্য ও শিল্পমন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত লাগোয়া প্রতিটি দেশকেই ভারতে প্রত্যক্ষ বিনিয়োগ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে ভারতে আর্থিক সংকটের কালে চিন যাতে বাড়তি সবিধা নিতে না পারে সে কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি পিপলস ব্যাঙ্ক অফ চায়নাকে ১.০১ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফ ব্যাঙ্ক। নতুন নিয়মে এই প্রক্রিয়ায় প্রভাব না পড়লেও বিষয়টিকে মোটেই হাল্কা ভাবে দেখেনি কেন্দ্র।
ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে। একটির ক্ষেত্রে অনুমতি নিতে হয় অন্যটিতে হয় না। এতদিন প্রথম নিয়মের আওতায় পড়ত পাকিস্তান এবং বাংলাদেশ। চিনকে কোনো অনুমতি নিতে হতো না। নতুন নিয়মে এবার থেকে চিনকেও অনুমতি নিতে হবে। নতুন নিয়মটি ১০ শতাংশ বা তার বেশি অংশীদারিত্ব হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য।