নয়াদিল্লি : আগামী সপ্তাহ থেকেই উৎপাদন শুরু করার পরিকল্পনা করছে একাধিক গাড়ি নির্মাতা। যে সমস্ত অঞ্চলগুলি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত হয়নি, সেই সব এলাকায় অবস্থিত কারখানা থেকেই তারা উৎপাদন শুরু করতে চাইছে।
বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ড সিএনবিসি-টিভি১৮-কে জানিয়েছে , স্বাস্থ্য বিধি মেনে আগামী সপ্তাহ থেকেই তারা উৎপাদন শুরু করতে চাইছে। তবে ঠিক কবে থেকে উৎপাদন শুরু হবে সে ব্যাপারে কোনো দিনক্ষণ জানায়নি কোন গাড়ি নিমার্তা সংস্থা।
অশোক লেল্যান্ড জানিয়েছে, তাদের ইতিমধ্যে যে সমস্ত অর্ডার রয়েছে সেগুলিকেই প্রাথমিক ভাবে সরবরাহ করতে চাইছে তারা। উৎপাদন শুরু ক্ষেত্রে শ্রমিকের সমস্যা হবে না। কারণ, স্থানীয় এলাকায় থেকে শ্রমিকদের কাজের জন্য নেওয়া হয়। তবে সমস্যা হবে সরবরাহের ক্ষেত্রে বলেই আশঙ্কা করছে সংস্থাটি।
সুইডেনের সংস্থা ভলভো এবং আইশার মোটরস যৌথ উদ্যোগ ভলভো আইশার কমার্শিয়াল ভিহিক্যাল জানিয়েছে, রপ্তানির জন্য তারাও সীমিত হারে উৎপাদন শুরু করবে।
আরও পড়ুন : চিনকে ‘আটকাতে’এফডিআই নিয়মে পরিবর্তন আনল কেন্দ্র
রয়েল এনফিল্ড জানিয়েছে, তারও আগামী সপ্তাহ থেকে রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন শুরু করবে। বাইক নিমার্তা হিরো মটোক্রপ আগেই জানিয়েছিল ভারত, কলম্বিয়া ও বাংলাদেশে উৎপাদন এবং অ্যাসেম্বলি প্ল্যান্ট ৩ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
পরিস্থিতির উপর নজর রাখছে টাটা মোটর এবং মারুতি-সুজুকি।
সূত্র : সিএনবিসি-টিভি১৮