বিবি ডেস্ক : দেশের অন্যতম মিনারেল ওয়াটার ব্র্যান্ড বিসলেরি (Bisleri) এবার বাজারে নিয়ে এল হ্যান্ড স্যানিটাইজার।
করোনা কালে অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠেছে এই হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বারবার তা ব্যবহার করার ফলে ত্বকে নানা সমস্যা দেখা দিচ্ছে। হাতের চেটো হয়ে যাচ্ছে রুক্ষ।
সে কথা মাথায় রেখেই বিসলেরি (Bisleri) যে স্যানিটাইজারটি বাজারে এনেছে, সংস্থার দাবি সেটি যেমন জীবানুর থেকে ৯৯.৯ শতাংশ নিরাপত্তা দেবে, তেমনি ত্বকেরও কোনো ক্ষতি করবে না।
জেল এবং বিভিন্ন ধরনের স্প্রে হিসাবে এই স্যানিটাইজারটি বাজারে পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি যারা ভ্রমণের যাবেন তাদেরও খুব কাজে লাগবে।
অ্যালোভেরা, গ্লিসারিন এবং ভিটামিন ই সমৃদ্ধ জেল আপনার হাতকে রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
বাজারের অন্যান্য স্যানিটাইজারে যেমন কড়া অ্যালকোহলের গন্ধ থাকে এতে তেমন থাকবে না। ব্যবহার করলেই সুন্দর ফুলের সুবাসে ভরে যাবে আপনা মন।
Bisleri International Pvt Ltd-এর সিইও জানিয়েছেন, গ্রাহকদের চাহিদার উপর গবেষণা চালিয়ে বিসলেরি হ্যান্ড পিউরিফায়ার (Bisleri Hand Purifiers ) তৈরি করা হয়েছে। সুন্দর গন্ধের পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখবে এই পিউরিফায়ার। ওষুধের দোকানের পাশাপাশি অন্যান্য খুচরা দোকানেও এগুলি পাওয়া যাবে। এর পাশাপাশি ই-কর্মাস সাইট থেকে গ্রাহকরা এই হ্যান্ড পিউরিফায়ার কিনতে পারবেন।