বিবি ডেস্ক : শুরুতেই বাজিমাত ওলা ই-স্কুটারের। বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১লক্ষ বাইক বুকিং হয়েছে।
ওলা ইলেকট্রিক এই ই-স্কুটারের জন্য রিজার্ভেশন শুরু করে জুলাই ১৫ সন্ধ্যায়। ওলা স্কুটার olaelectric.com-এ গিয়ে ৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে। ক্রেতাদের মধ্যে এই স্কুটারের চাহিদা বেশ উৎসাহ ব্যঞ্জক বলেই মনে করছে কোম্পানি।
ভাবীশ আগরওয়াল বলেন, ‘‘আমাদের প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে সারা ভারতের ক্রেতাদের অসাধারণ প্রতিক্রিয়ায় আমি উল্লসিত। এই অভূতপূর্ব চাহিদা ক্রেতাদের EV-র দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট ইঙ্গিত। পৃথিবীকে পরিবেশবান্ধব যানবাহনের যুগে নিয়ে যাওয়ার মিশনে এ এক বিরাট পদক্ষেপ। যে ক্রেতারা ওলা স্কুটার বুক করেছেন এবং EV বিপ্লবে যোগ দিয়েছেন তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাই।”
সংস্থা জানিয়েছে, এই ই-স্কুটারের দাম এমনভাবে স্থির করা হবে যাতে নানারকম মানুষের নাগালের মধ্যে থাকে। আগামী কয়েক দিনে ওলা এই স্কুটারের ফিচারগুলো এবং দাম প্রকাশ করবে।
আরও পড়ুন
Home Insurance করার আগে জেনে রাখা ভালো
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.