বিবি ডেস্ক : ডিএ বৃদ্ধির ঘোষণার পর আরও এক সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এবার বাড়ি ভাড়া ভাতা (HRA) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
আগামী আগস্ট মাস থেকে এই বর্ধিত ভাড়া পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ডিএ যেহেতু ২৫ শতাংশ হয়ে গিয়েছে সে কারণে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, কর্মীদের বসবাসকারী শহরের উপর ভিত্তি করেই বাড়ি ভাড়া বাড়বে। যে কর্মীরা ‘এক্স’ ক্যাটাগরির শহরে ( যেখানে জন সংখ্যা ৫০ লক্ষের বেশি) বাস করেন তাঁদের বাড়ি ভাড়া ভাতা বেড়ে হবে ২৭ শতাংশ।
‘ওয়াই’ ক্যাটাগরির ( যেখানে জনসংখ্যা ৫ লক্ষের বেশি) শহরে বসবাসকারী কর্মীদের ভাতা বাড়বে ১৮ শতাংশ।
আরও পড়ুন
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১১ শতাংশ DA বাড়ল
‘জেড’ ক্যাটাগরির ( যেখানে জনসংখ্যা ৫ লক্ষের কম) শহরে বসবাসকারী কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বেড়ে হবে ৯শতাংশ।
বর্তমানে এই তিন ক্যাটাগরির জন্য HRA হল যথাক্রমে ২৪, ১৬ এবং ৮ শতাংশ।
এই তিনটি বিভাগে সর্বনিম্ন HRA হবে যথাক্রমে ৫৪০০, ৩৬০০ এবং ১৮০০ টাকা।
সূত্র : DNA