বিবি ডেস্ক : এক বছর স্থগিত থাকার পর ফের ডিএ বৃদ্ধিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে মহার্ঘ ভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হচ্ছে ।
বেশে কয়েকদিন ধরের বিভিন্ন মিডিয়ায় এই ডিএ বৃদ্ধির খবর উঠে আসছিল। বলা হচ্ছিল। সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
এই খবরে ৫২ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশন প্রাপকদের স্বস্তি মিলবে।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনাররা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে ১৭ শতাংশ ডেএ পান।
ডিএ-র হার সংশোধনের পর কর্মীরা ২৮ শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা পাবেন। সেই হিসাবে মাসিক ডিএ-র হার ১১ শতাংশ বৃদ্ধি পেল। এর ফলে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রথামিক বেতন ১১ শতাংশ বাড়তে পারে।
২০২০ সালের পর কেন্দ্র আর ডিএ-র হার সংশোধন করে নি। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাস থেকে এই বর্ধিত হারে ডিএ পাবেন কিনা তা স্পষ্ট নয়। তবে নতুন ডিএ যবে থেকেই লাগু হোক না কেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জুলাই থেকেই বকেয়া পাবেন।
আরও পড়ুন
মুম্বই সহ ৭টি বিমানবন্দর পরিচালনার দায়িত্বে আদানিরা