শুরুতে বাজিমাত, Zomato -র IPO খোলার কয়েক ঘণ্টার মধ্যে ১.৩৮ গুণ সাবস্ক্রাইব

জোমাটো

বিবি ডেস্ক : শুরুতেই বাজিমাত করল জোমাটো। প্রথমদিন দুপুর ১২টায় আইপিও খোলার সঙ্গে ১.৩৮ গুণ বেশি সাবস্ক্রিপশন জমা পড়ল।

১৬ জুলাই এই আইপিও বন্ধ হবে। মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়বে। ৭২-৭৬টাকা প্রতি শেয়ার দরে ৯৩৭৫ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে অনলাইন খাদ্য সরবারহকারী সংস্থা জোমাটোর।

আইপিও খোলার আগেই সংস্থটি মঙ্গলবার ১৮৬টি অ্যাঙ্কার ইনভেস্টরের কাছ থেকে ৪১৯৬ কোটি টাকা তুলেছে।

জোমাটো মূলত রেস্টুরেন্ট অ্যাগ্রিগেটর। গ্রাহকদের খাবার সরবারহ করার পাশাপাশি অন্যান্য সামগ্রীও সরবরাহ করা শুরু করেছে সংস্থাটি। কোম্পানিটির কোনো প্রমোটার নেই। যদিও বিনিয়োগকারী হিসাবে ইনফো এজ, অ্যান্ট ফিনান্সিয়াল এবং উবের রয়েছে।

জোমাটো হল প্রথম ফুড অ্যাগ্রিগেটার কোম্পানি যারা আইপিও নিয়ে এল। আইপিও-র উপর ভিত্তি করে জোমাটোর মূল্য ৬৪,৩৬৫ কোটি টাকা। এসবিআই কার্ড এবং পেমেন্ট সার্ভিসের (১০,৩৪১ কোটি টাকা) পর এটাই দ্বিতীয় বড় আইপিও। মনে করা হচ্ছে, জানুয়ারি হওয়া ভারতীয় রেল ফিনান্স কর্পোরশনকেও আইপিও-কেও ছাপিয়ে যাবে।

২০২০ আর্থিক বছরে জোমাটো আয় ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ আর্থিক বছরে কোম্পানির আয় ছিল ১৩৯৮ কোটি টাকা, যা ২০২০-তে বেড়ে হয়েছে ২৭৪৩ কোটি টাকা।

দেশে ৫০০টি শহরে খাবার সরবরাহ করে জোমাটো। সংস্থাটির ডেলিভারি পার্টনারের সংখ্যা ২লাখের বেশি।

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৭ শতাংশ DA বাড়ল

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.