বর্তমানে প্রতিযোগিতার বাজারে বাড়ি বিমায় জুড়ছে আরও বেশ কিছু আকর্ষণীয় সুবিধা।
বাংলা বিজ ডেস্ক: হোম ইন্সুরেন্স বা বাড়ি বিমার প্যাকেজে রয়েছে একাধিক সুবিধা। স্বাভাবিক ভাবেই নিজের প্রিয় বাড়িটির বিমা করানোর আগে সেগুলি ভালো ভাবে জেনে নেওয়া প্রয়োজন। সচরাচর যে কোনো বাড়ি বিমাতেই রয়েছে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি এবং সরঞ্জামের চুরি-ডাকাতি ঘটে গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা। তবে বর্তমানে প্রতিযোগিতার বাজারে বাড়ি বিমায় জুড়ছে আরও বেশ কিছু আকর্ষণীয় সুবিধা।
কয়েকটি বিমা সংস্থা বাড়ি বিমার একটি বিশেষ বিভাগের অধীনে নির্দিষ্ট কিছু গহনা এবং মূল্যবান জিনিসপত্রের উপর বিশেষ সুবিধা এবং নির্দিষ্ট গৃহস্থালির সরঞ্জামের ভেঙে যাওয়া-সহ অন্যান্য ক্ষতির ক্ষেত্রেও বিমার সুবিধা দিয়ে থাকে।
এ ব্যাপারে বলা যেতে পারে টেলিভিশন বা ডেস্কটপ কম্পিউটারের কথা। এই ধরনের নির্দিষ্ট সরঞ্জামের ভেঙে যাওয়া-সহ অন্যান্য ক্ষতির ক্ষেত্রেও বিমার সুবিধাও পেতে পারেন গ্রাহক।
কিছু বিমা পলিসিতে প্যাডেল করা সাইকেলের চুরি যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলে থাকে। তবে প্রতিটি পলিসির ক্ষেত্রে পৃথক পৃথক নীতি যেমন রয়েছে, তেমনই সাম ইন্সিওরড (এসআই) এবং প্রিমিয়ামের পরিমাণও পৃথক।
বাড়ি এবং অন্যান্য সামগ্রীর জন্য ফায়ার কভার এবং সামগ্রীর চুরির জন্য কভারগুলি প্রায় প্রত্যেক পলিসিরই প্রধান বিষয়। যে কোনো সাম্গ্রীর ক্ষেত্রেই আগুনে পুড়ে যাওয়া অথবা চুরি যাওয়ার জন্য এই বিমা সমান ভাবে প্রযোজ্য। তবে সে সবেরও রকমফের রয়েছে। যেমন-
পড়তে পারেন: আয়কর দাখিল করবেন? Mediclaim থেকে কতটা ছাড় পাওয়া যায়
আপনি যদি নিজের মালিকানাধীন কোনও বাড়িতে থাকেন তবে আপনি বিল্ডিংয়ের জন্য ফায়ার কভার এবং সামগ্রীর জন্য চুরির কভার বেছে নিতে পারেন। আপনি যদি বাড়ির মালিক হন কিন্তু দখলদার না হন, তবে আপনি কেবল কাঠামোর জন্য ফায়ার কভার করাতে পারেন। অন্য দিকে আপনি যদি শুধুমাত্র ভাড়াটে হন, তা হলে শুধু সামগ্রীর জন্য আপনি আগুন এবং চুরির কভার বেছে নিতে পারেন। যে কোনও ক্ষেত্রে, বিষয়বস্তুগুলির জন্য আগুন এবং চুরির কভারগুলির জন্য এসআই একই হওয়া উচিত।
*যে কোনো বিমা করানোর আগে শর্তাবলি ভালো করে পড়ে নিন