প্রভিডেন্ট ফান্ডে স্বস্তি! সুদের হার অপরিবর্তিত রাখল ইপিএফও

epfo2

২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে এই সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। ২০২০-তে যা কমে হয়েছিল সাত বছরের সব থেকে কম!

বাংলা বিজ ডেস্ক: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) ২০২০-২১ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করল।

বৃহস্পতিবার বৈঠক হয় ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের। সেখানেই ঠিক করা হয় যে, ৮.৫ শতাংশ হারেই জমানো অর্থের ওপর সুদ দেবে চলতি অর্থবর্ষে।

শ্রীনগরে হওয়া এই বৈঠকের আগে অবশ্য জল্পনা চলছিল। ২০২০ অর্থবর্ষে ইপিএফও-র আয় অনেকটাই ধাক্কা খেয়ে ছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ইপিএফও ট্রাস্টি বোর্ডের অন্যতম এক সদস্য সুদ কমানোর ইঙ্গিতও দিয়েছিলেন। যে হারে মানুষ টাকা তুলেছে ও করোনার মধ্যে টাকাও অনেক কম জমা পড়েছে, সেই জন্যই এই জল্পনা চলছিল।

এ দিন সেন্ট্রাল ট্রাস্টি বোর্ডের ২২৮তম বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। বোর্ডের বিবৃতিতে বলা হয়, “২০২০-২১ অর্থবর্ষের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার স্থির করা হয়েছে ৮.৫ শতাংশ। সুদের হার সরকারি গেজেটে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে। এর পরে ইপিএফও গ্রাহকদের অ্যাকাউন্টে ওই সুদের টাকা জমা দেওয়া হবে”।

ইপিএফও বোর্ড সদস্য এবং ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বলেন, “কোভিড-১৯-এর কারণে অর্থনীতি মন্দার শিকার হওয়ার পরেই কেন্দ্রীয় সরকার সুদের হার অপরিবর্তিত রেখেছে। এটা সাধারণ মানুষের পক্ষে অনেকটাই স্বস্তিদায়ক”।

প্রসঙ্গত, ২০২০ অর্থবর্ষে ইপিএফ সুদের হার ছিল ৮.৫ শতাংশ যা ছিল সাত বছরে সর্বনিম্ন। ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে এই সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ।

আরও পড়তে পারেন: ৬ কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ খবর! আজ পিএফ-এ সুদের হার ঘোষণা করতে পারে কেন্দ্র

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.