বিবি ডেস্ক : খুব শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজারে আনছে ডিজিট্যাল কারেন্সি। তার আগে এর প্রয়োগ কৌশল নিয়ে কাজ চলছে বলে জানালেন দেশের শীর্ষ ব্যাঙ্কে ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর।
তিনি জানিয়েছেন, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিট্যাল কারেন্সি (CBDC) কী শুধু খুচরা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হবে নাকি পাইকারি লেনদেনে, তা নিয়েও চর্চা চলেছে। এর ডিস্ট্রিবিউশন পদ্ধতিও কী হবে, এটা কী সরাসরি আরবিআই বাজারে ছাড়বে নাকি ব্যাঙ্কগুলির মাধ্যমে বাজারে আনা হবে তাও খতিয়ে দেখা হচ্ছে।
একটি সংস্থার আয়োজিত ওয়েবনারে শঙ্কর জানিয়েছেন, ভবিষ্যতে খুচরা এবং পাইকারি উভয় ক্ষেত্রেই এই কারেন্সি আনা হতে পারে।
প্রসঙ্গ ক্রিপটোকারেন্সি
আরবিআই-এর ডেপুটি গর্ভনর বলেন, CBDC ডিজিট্যাল বা ভার্চুয়াল কারেন্স হলেও একে প্রাইভেট ভার্চুয়াল কারেন্সি নয়। তিনি, বলেন ক্রিপটোকরেন্সি টাকার ঐতিহাসিক ধারণার সঙ্গে মেলে না।
তিনি বলেন, এগুলি কোনো পণ্য নয় বা পণ্যের উপর কোনো দাবি নয়। এর কোন অন্তর্নিহিত মূল্য নেই। শীর্ষ ব্যাঙ্কে ডিজিটাল কারেন্সি বাজারে আনবে সেগুলি কাগজের টাকারই একটা অন্য রূপ।
আরও পড়ুন : মাস্টারকার্ডে নিষেধাজ্ঞা: কোন কোন ব্যাঙ্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে?