বিবি ডেস্ক : দিঘা-মন্দারমণিতে পর্যটকরা আসছেন সকালে, সমুদ্র সৈকতে কাটিয়ে আবার বিকেলেই ফিরে যাচ্ছেন। করোনাবিধি এড়াতে হোটেলমুখী হচ্ছেন না কেউ। ফলে ক্ষতির মুখে পড়েছে হোটেল ব্যবসা।
এই পরিস্থিতে বৃহস্পতিবার একটি বৈঠকে বসে হোটেল মালিকদের সংগঠন দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হোটেলগুলি নিজেরাই করোনা পরীক্ষার কিট কিনবে এবং পর্যটকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করবে। এই কিটের টাকা নেওয়া হবে পর্যটকদের কাছ থেকে।
বাস পরিষেবা চালু হওয়ার পর দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকের সংখ্যা বেড়েছে। চালু হয়েছে হোটেলগুলিও। কিন্তু ১২ এপ্রিল কাঁথি মহাকুমা প্রশাসন নির্দেশ জারি করে জানায় হোটেলে থাকতে হলে পর্যটকদের ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার সার্টিফিকেট বা করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।
আরও পড়ুন : ত্বকের যত্ন ও সুগন্ধের মিশেলে বিসলেরি বাজারে আনল হ্যান্ড স্যানিটাইজার
এই নির্দেশের পরই হোটেলে পর্যটকের আনাগোনা কমতে থাকে। চিন্তায় পড়েন হোটেল মালিকরা। এরপরই তারা একটি বৈঠক ডাকেন।
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, ‘‘ আইসিএমআর নথিভুক্ত ডিলারদের কাছে থেকে র্যাপিড টেস্টের কিট কিনবে সংগঠন। সেই কিট বিভিন্ন হোটেলগুলোকে দেওয়া হবে। কিটের দাম পর্যটকদের থেকে নেওয়া হবে।’’
আগামীদিনে তাদের দাবি নিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গেও দেখা করবে সংগঠন।
সূত্র : বর্তমান
ছবি : দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.