বিবি ডেস্ক : এজিআর গণনায় ‘ত্রুটি’ সংশোধনের জন্য এয়ারটেল ও ভোডাফোনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
গত বছরই শীর্ষ আদালত জানায় বকেয়া অ্যাডজাস্টেট গ্রস রেভিনিউ (AGR) শোধ করার জন্য টেলিকম সংস্থাগুলি ১০ বছর পর্যন্ত সময় পাবে। কিন্তু সংস্থাগুলি বিশাল অঙ্কের এজিআর শোধ করা নিয়ে তীব্র সংকটে পড়ে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও টেলিকম সংস্থাগুলি বকেয়া মেটায়নি।
সংস্থাগুলির অভিযোগ, ডটের হিসাব ক্রটিযুক্ত। তাই, আবার গণনা করার দাবিতে তোলে। তারা আরও দাবি করে ইতিমধ্যে ১০ শতাংশের বেশি বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।
এরপর টেলিযোগাযোগ দফতরের দাবি করা এজিআর বকেয়ার পরিমাণ পুনর্নিধারণের জন্য শীর্ষ আদালতে আবেদন জানায় ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল।
বিচারপতি এলএন রাওয়ের নেতৃত্বে সুপ্রিমকোর্টের বেঞ্চে বৃহস্পতিবার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়।
আরও পড়ুন : করোনা পরীক্ষার কিট কিনে নিজেরাই পর্যটকদের দেবে দিঘা-মন্দারমণির হোটেলগুলি