নয়াদিল্লি : ইউপিআই-এর মাধ্যমের লেনদেন ক্ষেত্রে তথ্যের সুরক্ষার দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত কেন্দ্র সহ গুগুল, অ্যামাজন, ফেসবুক এবং হোয়াসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছে।
আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সংস্থাগুলিকে নির্দেশ দেয় ইউপিআই লেনদেনে সময় সংগৃহিত তথ্য শুধুমাত্র ভারতের মধ্যে কোনো সার্ভারে রাখতে হবে। কিন্তু কোনো সংস্থাই এই নিয়ম মানছে না বলে শীর্ষ আদালতে জানিয়েছেন তিনি।
ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে – এর নেতৃত্বাধীন তিন সদস্যদের বেঞ্চ এই নোটিশ পাঠানোর নির্দেশ দেয়।
আরবিআই এবং ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকেও (NPCI) নোটিশ পাঠানো হয়েছে।
আদালত বলে, এ ধরনের অভিযোগগুলির উপর নজর না দিয়ে আরবিআই এবং এনপিসিআই অন্ধ হয়ে অ্যামাজন, গুগুল এবং হোয়াটসঅ্যাপকে ইউপিআই প্ল্যাটফর্মে লেনদেন করতে দিয়েছে।