বাংলাBiz ডেস্ক : ফের বাড়তে পারে মোবাইল ফোনের কলচার্জ। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিত্তাল। টেলিকম কোম্পানিগুলিকে একটি সুস্থায়ী বিজনেস মডেল আনতে গেলে একজন ব্যবহারকারী পিছু গড় আয় (Arpu) মাসে ২০০ থেকে ৩০০টাকা করতে হবে তিনি জানিয়েছেন।
এক আর্থিক বিশ্লেষকের সঙ্গে কথা বলার সময় ভিত্তাল এমন মন্তব্য করেছেন।সংস্থার জুন ত্রৈমাসিকের ১৫,৯৩৩ কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারকে বকেয়া ১১,৭৪৬ কোটি টাকা দিতে গিয়ে।
তিনি জানিয়েছেন, এই ত্রৈমাসিকে এয়ারটেলের Arpu ছিল ১৫৭টাকা যা গত আর্থিক বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে ছিল ১৫৪ টাকা। একে বাড়ানো ছাড়া কোনো রাস্তা নেই বলেই তাঁর মত।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের হিসাব অনুযায়ী এয়ারটেলের বকেয়া প্রায় ৪৩,৭৮০ কোটি টাকা। যার মধ্যে ১৮,০০০ কোটি টাকা ইতিমধ্যেই সরকারকে দিয়েছে তারা।
ভিত্তাল জানিয়েছেন, এই মুহূর্তে ৫জি পরিষেবা শুরু করা বেশ খরচসাপেক্ষ। যেটা তাঁর সংস্থা করার মতো অবস্থায় নেই। ৫জি চালু করতে এখনও কয়েক বছর লেগে যাবে তিনি জানিয়েছেন।
যদিও কিছুদিন আগেই মুকেশ অম্বানি জানিয়েছেন, রিলায়েন্স জিও ৫জি পরিষেবা নিয়ে প্রস্তুত। যে মুহূর্তে স্পেকট্রাম পাওয়া যাবে তারা পরীক্ষামূলক ভাবে পরিষেবা দিতে শুরু করবে।
সূত্র: লাইভ মিন্ট