৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশ ১ ফেব্রুয়ারি

nirmala 3

সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এবং ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১ ফেব্রুয়ারি ২০২৪-২৫ আর্থিক বছরের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ক্রমশ বেড়ে চলা মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রবণতা মোকাবিলায় কর হ্রাসের মতো আর্থিক ব্যবস্থা প্রবর্তন করতে পারে কেন্দ্র। অনিশ্চয়তার মধ্যে মুদ্রাস্ফীতির প্রভাব প্রশমিত করতে রাজস্ব ও আর্থিক নীতির একটি সুষম মিশ্রণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় আপস না করে বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যে কারণে, অন্তর্বর্তীকালীন বাজেটকে অবশ্যই স্কিম এবং নতুন কর্মসূচি বাছাইয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কেন্দ্রকে।

ওয়াকিবহাল মহলের মতে, ১ ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন বাজেটের প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে থাকতে পারে রফতানি বাড়ানো, কৌশলগত এবং বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন সেক্টরে বিনিয়োগ আকর্ষণের অগ্রগতিকে জোরদার করা, রাজস্ব ঘাটতি হ্রাস করা এবং আর্থিক একত্রীকরণ প্রচেষ্টা বজায় রেখে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা।

চলতি বছরই লোকসভা ভোট। সংক্ষিপ্ত অধিবেশন হওয়ায় বড় কোনও বিল এবার পেশ করবে না সরকার। তাছাড়া এখনও সংসদের দুই কক্ষ থেকে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। অধিবেশনের আগে তাঁদের সাসপেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি সেটাও দেখার।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট, বাড়তে পারে কিসান সম্মান নিধির অনুদান!

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.