প্যান কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ একটি নথি, তা সকলেই কম-বেশি জানেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে বা ঋণের আবেদন, নতুন চাকরিতে যোগ দেওয়া থেকে আয়কর দাখিলের জন্যও আপনার একটি প্যান কার্ড দরকার। এই গুরুত্বপূর্ণ নথিকে আপডেট রাখা জরুরি।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্যান কার্ড। ফলে কারও প্যান কার্ডে কোনো তথ্য সঠিক না থাকলে সমস্যায় পড়তে পারেন। তবে, এর জন্য বাড়তি চিন্তা করার দরকার নেই। কারণ শুধুমাত্র একটি ক্লিকের সাহায্যে আপনি সহজেই প্যান কার্ড আপডেট করে নিতে পারেন।
উমং অ্য়াপের মাধ্যমে প্যান কার্ড আপডেট
যদি আপনার প্যান কার্ডের কোনো তথ্যে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি সহজেই তা সংশোধন করতে পারেন বা উমং অ্যাপের (Umang App) সাহায্যে এতে পরিবর্তন করতে পারেন। আপনাকে শুধু নিজের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে।
আর পাঁচটা অ্যাপের মতো নিজের মোবাইলে উমং অ্যাপ ডাউনলোড করা যায়। এই অ্যাপটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ডাউনলোড করার পরে আপনাকে লগ ইন করতে হবে এবং মোবাইল নম্বর রেজিস্টার্ড করতে হবে।
কী ভাবে প্যান কার্ড আপডেট করবেন
১. প্রথমে আপনার ফোনে Umang অ্যাপ খুলুন এবং লগ ইন করুন।
২.এর পর ‘My PAN’ অপশনে ক্লিক করুন।
৩.এখন আপনাকে ‘Correct/Change’ বিকল্পে ক্লিক করতে হবে।
৪. এখানে CSF ফর্মটি খুলবে যেখানে আপনার কাছে তথ্য সংশোধন করার অপশন থাকবে।
৫. এর পরে আপনাকে নিজের প্যান কার্ড এবং অন্যান্য তথ্য পূরণ করতে হবে।
৬. এর পর প্যান কার্ড সংশোধনের জন্য আপনাকে যে ফি দিতে হবে তা মিটিয়ে দিন এবং কাজ সম্পূর্ণ করুন।
মনে রাখবেন, আপনি সহজেই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফি মেটাতে পারেন।
আরও পড়ুন: শেষ তারিখ ৩১ মার্চ, এই কাজটি না করলে সুকন্যা সমৃদ্ধি ও পিপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে