মার্চ মাসে একাধিক আঞ্চলিক ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। ফলে চলতি মাসে কোন কোন দিন ব্য়াঙ্ক বন্ধ থাকবে, তা আগাম জেনে রাখা ভালো।
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?
ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার (৫ মার্চ, ১২ মার্চ, ১৯ মার্চ এবং ২৬ মার্চ)। আবার দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের কারণে ১১ মার্চ এবং ২৫ মার্চে ব্যাঙ্কে কোনো কাজ হবে না। এ ছাড়াও, হোলি ও দোলযাত্রা-র মতো স্থানীয় কয়েকটি উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে যাতে আপনার কোনো দরকারি কাজ আটকে না যায়, সে দিকে লক্ষ্য রেখেই এ ব্যাপারে বিস্তারিত জেনে রাখা ভালো।
মার্চে সব মিলিয়ে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
মার্চে সব মিলিয়ে ১২ দিন ব্য়াঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। তবে এগুলির বেশ কয়েকটি ছুটি আঞ্চলিক ভিত্তিতে। বিশেষ অঞ্চলের উৎসবের কারণে ওই দিনগুলি ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৩ মার্চ, ২০২৩ (শুক্রবার): চাপচর কুট- মিজোরামে ব্যাঙ্ক বন্ধ
৭ মার্চ, ২০২৩ (মঙ্গলবার): হোলি/হোলিকা দহন/ধুলান্দি/দোল যাত্রা – মহারাষ্ট্র, অসম, রাজস্থান, শ্রীনগর, গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু, শ্রীনগর, তেলঙ্গানা এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
৮ মার্চ, ২০২৩ (বুধবার): হোলি/দোলযাত্রা – ধুলেটি/ইয়াওসাং- ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, জম্মু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, বিহার, ছত্তীসগঢ়, মেঘালয়, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ
৯ মার্চ, ২০২৩ (বৃহস্পতিবার): হোলি- বিহারে ব্যাঙ্ক বন্ধ
২২ মার্চ, ২০২৩ (বুধবার): গুড়ি পাদওয়া/উগাদি উৎসব/বিহার দিবস/সাজিবু নোংমাপানবা (চেরাওবা)/তেলেগু নববর্ষের দিন/প্রথম নবরাত্র- মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, মণিপুর, জম্মু, গোয়া, বিহার এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ
৩০ মার্চ, ২০২৩ (বৃহস্পতিবার): শ্রী রাম নবমী (চৈতে দশইন)- গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, সিকিম, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ
আরও পড়ুন: চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে টাকা আদায়, নতুন নিয়ম আনছে কেন্দ্র