আগামী সোমবার (২২ জানুয়ারি) রাম মন্দির উদ্বোধন। ওই দিন ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। ফলে সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) জানিয়েছে, ২২ জানুয়ারী (সোমবার) শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে। পরিবর্তে শনিবার খোলা থাকবে বাজার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও বলেছে সরকারি সিকিউরিটিজ (প্রাথমিক এবং মাধ্যমিক), বৈদেশিক মুদ্রা, মানি মার্কেট এবং রুপি সুদের হার ডেরিভেটিভগুলিতে সোমবার কোনও লেনদেন এবং নিষ্পত্তি হবে না। কারণ মহারাষ্ট্র সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে।
উল্লেখযোগ্য ভাবে, এর আগে সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শেয়ার কেনাবেচার কথা ঘোষণা করেছিল আরবিআই । মহারাষ্ট্র সরকার কিন্তু, ২২ জানুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করার পরে, রিজার্ভ ব্যাঙ্কও বাজার বন্ধের নির্দেশিকা জারি করে।
এ ছাড়াও অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে, দিনটিতে স্মরণীয় করে রাখতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি সেই দিন অর্ধ দিবসের জন্য বন্ধ থাকবে।
কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সোমবার কেন্দ্রীয় সরকারি অফিসগুলির জন্য অর্ধ দিবস বন্ধের আদেশ জারি করেছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামলালার প্রাণ প্রতিস্থা উদযাপনে কর্মীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক, বিমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।
বৃহস্পতিবারই এ নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় সরকারে শিল্প সংস্থাকে অর্ধেক দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তার পরই ব্যাঙ্ক খোলা রাখার বিষয়েও এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা পূর্ণ বা অর্ধ দিবসের জন্য বন্ধ রাখতে হলে এনআই আইনে ছুটি ঘোষণা করতে হয়। যে কারণে ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তবে, ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্কের ছুটির তালিকা অনুসারে বেসরকারি ব্যাঙ্কগুলি পূর্ণদিবসের জন্য খোলা থাকার কথা।
আরও পড়ুন: বাজেটে মিলতে পারে উপহার! পেনশনের সুযোগ বাড়তে পারে অসংগঠিত কর্মীদের