আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দরে উথাল-পাতাল, আঘাত ভুলতে পারছেন না বিনিয়োগকারীরা?

stock market

সপ্তাহের শেষ কেনাবেচার দিনেও বিনিয়োগকারীদের দু:শ্চিন্তার স্পষ্ট প্রভাব শেয়ার বাজারে। বিশেষ করে, আদানি গ্রুপের শেয়ার ঘিরে বিনিয়োগকারীদের আবেগে যে আঘাত লেগেছে, তা এখনই মেটার নয় বলেই ধারণা বাজার বিশেষজ্ঞদের।

শুক্রবার উথাল-পাতাল অবস্থা আদানি এন্টারপ্রাইজের শেয়ারে। আগের দিন বাজার বন্ধের সময় স্টকের দাম ছিল ১,৯২৫ টাকা। এ দিন বাজার খোলার সময় এক ধাক্কায় তা নেমে গিয়েছিল ১,৭৬৯ টাকায়। এক সময় ১,৭৩৩ টাকার সীমারেখা ছুঁয়ে আসে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের নাটকীয় উত্থান। এক সময় দিনের সর্বোচ্চ ১,৯৯০ টাকায় চুড়োয় উঠে যায় স্টকের দাম। যা আবার আগের দিনের থেকেও বেশি। তবে ভরসা কমেছে বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের দোলাচলে তা দিনের শেষে ৩.৭৮ শতাংশ পড়ে নেমে এসেছে ১,৮৫৩ টাকায়।

গত সপ্তাহে টানা কয়েক লক্ষ কোটি টাকা হারানোর পর চলতি সপ্তাহে দুরন্ত গতি ধরেছিল আদানি গ্রুপের কিছু স্টক। মঙ্গলবার শেয়ার বাজারে কেনাবেচার একটা সময় ২৫ শতাংশ ওপরে উঠে যায় আদানি এন্টারপ্রাইজের স্টকের দাম। বুধবার সেই ধারাই অব্যাহত ছিল। ওই দিন আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম বেড়েছিল ২০ শতাংশ। আগের দিন যেখানে ১,৮০২ টাকায় বন্ধ হয়েছিল, বেলা গড়ানোর সঙ্গেই তা ছুঁয়ে ফেলে ২,১৬৩ টাকার সীমা। আশ্চর্যজনক ভাবে আদানিদের শেয়ারের দামে এই বড় বৃদ্ধি কিন্তু পর পর দু’দিন হয়েছিল।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসতেই শেয়ার বাজার থেকে আদানি শিল্পগোষ্ঠীর ১.৪৪ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি যে শেয়ারের দাম সাড়ে ৩ হাজার টাকা থেকে কমতে কমতে ১০০০ টাকার ঘরে নেমে এসেছিল, বুধবার সেই শেয়ারেরই দাম টপকে গেল ২১০০ টাকা। এ ক’দিনে আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ১০২ শতাংশের বেশি উত্থান ঘটেছে। ৫২ সপ্তাহের সর্বনিম্ন ১,০১৭ টাকা থেকে স্টকটি উঠে এসেছে দ্বিগুণেরও বেশি।

নতুন করে বলার নয়, নিউ ইয়র্কের শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসতেই কার্যত পায়ের তলার মাটি সরে গিয়েছে আদানি গোষ্ঠীর। ব্যাপক ধসের মুখোমুখি হয়েছে আদানি গোষ্ঠীর সমস্ত কোম্পানির শেয়ার। এমনকী, কয়েক হাজার কোটির সম্পদ হারিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় অবনমন হয়েছে গৌতম আদানির।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, সংস্থার কর্ণধার গৌতম আদানি এ বার এই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউ ইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজেন অ্যান্ড কাটজ’কে নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আরবিআই রেপো রেট বাড়াতেই সুদের হার বৃদ্ধি পিএনবি, ব্যাঙ্ক অব বরোদার

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.