বিবি ডেস্ক : যত দিন যাচ্ছে অনলাইনে কেনাকাটাকে আরও জনপ্রিয় করতে নানা পদ্ধতি চালু হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে Buy Now Pay later (BNPL) মডেল। এই মেডেলে আপনার হাতে পর্যাপ্ত টাকা না থাকলেও আপনি কেনাকাটা চালিয়ে যেতে পারবেন। পরে টাকা দিতে পারবেন।
নতুন এই সুবিধাটি ইতিমধ্যে চালু করেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon ও Flipcart। অর্থাৎ এদের প্লাটফর্মে আপনি কেনাকাটা করলেও পরে শোধ দিতে পারবেন।
শুধু ই-কমার্স সংস্থাগুলি নয়, থার্ডপার্টি বেশ কয়েকটি সংস্থাও তাদের মাধ্যমে অনলাইনে শপিং করার পরে টাকা শোধ দেওয়ার সুযোগ দিচ্ছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে Sezzle, Afterpay, Quadpay, Klarna , JustMoney এবং PayPaybright। এই থার্ড পার্টি সার্ভিস প্রোভাডারের মাধ্যমে কেনাকাটা করলে আপনি ইএমআই-এর মাধ্যমে টাকা শোধ করতে পারবেন। এদের মধ্যে কোনো কোনো সংস্থা ইন্টারেস্ট নেয় কেউ আবার নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করলে ইন্টারেস্ট ছাড়াই এই সুবিধা দিয়ে থাকে।
এই সুবিধা পেতে হলে আপনাকে কী করতে হবে?
Buy Now Pay later-এর সুবিধা পেতে হলে আপনাকে Know Your Customer (KYC) সম্পূর্ণ করতে হবে। আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের বিস্তারিত সাবমিট করতে হবে।
তবে মনে রাখতে হবে, আপনার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করবে আপনি এই সুবিধা পাবেন কী পাবেন না। Credit Score কত থাকলে আপনি এই সুবিধা পাবেন তা নির্ভর সংস্থারগুলি নিজস্ব সিদ্ধান্তের উপর।
কতদিনে টাকা মেটাতে হবে?
BNPL যারা বেছে নিয়েছেন, তাদের টাকা শোধ দেওয়ার জন্য কোম্পানিগুলি ১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় দিয়ে থাকে। এই সময়কালের মধ্যে একবারে বা ইএমআই-এর মাধ্যমে টাকা শোধ করতে পারবেন।
BNPL এর বিজনেস মডেল
BNPL-এর বিজনেস মডেল বোঝাটা বেশ সহজ। ধরা যাক আপনি ১০০০ টাকার কোনো প্রোডাক্ট কিনলেন। থার্ড পার্টি কোনো সংস্থার মাধ্যেমে পেমেন্ট করলেন। থার্ডপার্টি ওই সংস্থাটি ই-কমার্স সাইট থেকে একটি কমিশন পেল। সেই কমিশনের হার ৬ শতাংশের মধ্যে হয়ে থাকে। এর ফলে সংস্থাটি আপনার হয়ে ই-কমার্স সাইটকে পেমেন্ট করল ৯৪০ টাকা।
অর্থাৎ ওই থার্ডপার্টি সার্ভিস প্রোভাইডার আপনার হয়ে লেনদদেনটি করার জন্য ৬০টাকা রোজগার করল। মূলত এই পদ্ধতিতেই চলে BPNL ব্যবসা। তবে অনেকে আবার ইএমআই-এর সুবিধা দেওয়ার জন্য ইন্টারেস্টও নিয়ে থাকে।
ই-কমার্স সাইটগুলি নকেন BNPL পরিষেবা দিয়ে থাকে?
বিশেষজ্ঞদের মতে ই-কমার্স সাইটগুলি ব্যবসা বাড়ানোর জন্যই এই পরিষেবা দিয়ে থাকে। Amazon pay Later বা Flipkart Pay পরিষেবা সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে। এছাড়া PhonePe বা Paytm-এরমতো সংস্থাগুলোও এই পরিষেবা চালু করেছে।
আরও পড়তে পারেন : ক্রিপটোকারেন্সির দিকে কি ঝুঁকছে Amazon? বিশেষজ্ঞ নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি