বিবি ডেস্ক : ক্রিপটোকারেন্সির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তাই এবার ক্রিপটোকারেন্সিতে পেমেন্ট নেওয়া প্রক্রিয়া শুরু করে দিল বিশ্বে অন্যতম ই-কমার্স সংস্থা আমাজন?
সম্প্রতি তারা ক্রিপটোকারেন্সি এবং ব্লকচেন এক্সপার্ট চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কেন হঠাৎ বিজ্ঞাপন দিল সংস্থাটি? এবার ক্রিপটোকারেন্সিতে পেমেন্ট নেওয়ার প্রক্রিয়া তার শুরু করে দিতে চাইছে।
কী বলা হয়েছে বিজ্ঞাপনে?
ব্লকচেন, ক্রিপটোকারেন্সি, সেন্ট্রাল ডিজিটাল কারেন্সিতে বিশেষজ্ঞ নেওয়া হবে। যাকে অ্যামাজন ওয়েব সার্ভিস, প্রোডক্টা, ডিজাইন, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং টিমের সঙ্গে কাজ করে রোডম্যাপ তৈরি করতে হবে।
এই পদের জন্য অন্তত ১০ বছরে অভিজ্ঞকে চাওয়া হয়েছে। যার শিক্ষাগত যোগ্যতা হবে এমবিএ বা তার সমতুল।
কোম্পানির ইতিমধ্যেই ক্লাউড-কমপিউটিং ইউনিট রয়েছে, যেটি ম্যানেজ ব্লচেন পরিষেবা দিয়ে থাকে। এর মাধ্যমে ক্রিপটোকারেন্সির হিসাব রাখার জন্য ওপেনসোর্স হাইপারলেজার ফ্যাবরিক পরিচলান করে যায়।
যদিও অ্যামাজন জিনিস কেনাকাটার ক্ষেত্রে ক্রিপটোকারেন্সি নেয় না।
সুত্র : বিজনেস টুডে
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.