বিবি ডেস্ক: এবার রাজ্যের সব পুরসভাতে বিল্ডি প্ল্যান এবং অন্যান্য কাজ অনলাইনে চালু করার উদ্যোগ নিচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। এ ব্যাপারে সব পুরসভার চেয়ারম্যান ও প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আগামী ২৭ ও ২৮ জুলাই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে থাকবেন দফতরের প্রধান সচিব খলিল আহমেদ ও অন্যান্য অফিসাররা।
ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কয়েকটি পুরসভার বিল্ডি প্ল্যান, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন কাজ অনলাইনে করা যাচ্ছে। এবার রাজ্যের অন্য পুরসভাগুতিতে এই পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার।
অনলাইনে শুধূ বাড়ির কর জমা দেওয়াই নয়, ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, মিউটেশন এবং বিল্ডিং প্ল্যান অনুমোদন অনলাইনে করা যাবে।
চালু করা হবে EODB
এই অনলাইন পরিষেবার নাম দেওয়া হয়েছে ইজ অফ ডুয়িং বিজনেস (EODB)। অর্থাৎ কাজকে সহজ করে দেওয়া। এর জন্য পুরসভাগুলিকে পুরদফতরের পক্ষ থেক প্রযুক্তিগত সাহায্য দেওয়া হবে। এই প্রক্রিয়াটি সুষ্ঠভাবে চালু করার জন্য দু’দিনের এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে পুরমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য জানিয়েছেন।
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.