নয়াদিল্লি : করোনাভাইরাস রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হ্যান্ড স্যানিটাইজার। প্রবল চাহিদার জেরে বাজারে অপ্রতুল হয়ে পড়েছে এটি। স্কিন কেয়ার প্রোডাক্ট নিমার্তা নিভিয়া ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে তারা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে।
সংস্থাটি জানিয়েছে, গুজরাতের সানন্দে তাদের যে স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরির কারখানা রয়েছে সেখানে তৈরি হবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার। নিভিয়া ইন্ডিয়া তাদের এক পার্টনারের সঙ্গে যৌথভাবে এই প্রোডাক্টটি তৈরি করবে।
এই হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে আমেদাবাদ এবং ভদোদরাতে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা সংস্থাতে দেওয়া হবে। তারপর দেশজুড়ে ডিস্ট্রিবিউশন পার্টনারদের মাধ্যমে এটি বিতরণ করা হবে বলে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।
সংস্থা জানিয়েছে, প্রায় রেকর্ড সময়ের ভিত্তিতে এই প্রকল্প নামানো হয়েছে। সহযোগী সংস্থাগুলির সাহায্য করার ফলে এটি সম্ভব হয়েছে। লেবেল থেকে এই হ্যান্ড স্যানিটাইজারের ভিন্ন অংশ সংস্থার বিভিন্ন পার্টনার বিনামূল্য সরবরাহ করবে বলে সংস্থাটি জানিয়েছে।
সূত্র : পিটিআই