কর্নাটকে ৩০০ একরের কারখানা তৈরি করছে ফক্সকন। এখানেই তৈরি করা হবে অ্যাপলের আইফোন (iPhone)। কারাখানা তৈরির জন্য বেঙ্গালুরুতে জমি দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই।
বিনিয়োগ ৭০ কোটি মার্কিন ডলার
ওয়াশিংটন-বেজিং সম্পর্কে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই চিন থেকে ভারতের দিকে নজর ঘোরাচ্ছে অ্যাপল। জানা গিয়েছে, অ্যাপল ইনকর্পোরেটেডের (Apple Inc.) অংশীদার ফক্সকন টেকনোলজি গ্রুপ (Foxconn Technology Group) স্থানীয় উৎপাদন বাড়াতে ভারতে একটি নতুন প্ল্যান্টে ৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুতে বিমানবন্দরের কাছে ৩০০ একর জায়গার উপর আইফোনের যন্ত্রাংশ তৈরির জন্য প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করেছে সংস্থা। ওই কারখানায় অ্যাপলের হ্যান্ডসেটগুলিও অ্যাসেম্বল করা হতে পারে। বিষয়টির সঙ্গে সম্পর্কিত কয়েক জন জানিয়েছেন, ফক্সকন নিজের নতুন বৈদ্যুতিক যানবাহন ব্যবসার জন্য কিছু যন্ত্রাংশ উৎপাদনের জন্যও সাইটটি ব্যবহার করতে পারে।
১ লক্ষ কর্মসংস্থানের প্রত্যাশা
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটাই হবে ভারতে এখনও পর্যন্ত ফক্সকনের বৃহত্তম একক বিনিয়োগগুলির একটি। অ্যাপল এবং অন্য মার্কিন ব্র্যান্ডগুলি ভারত এবং ভিয়েতনামের মতো বিকল্প স্থানগুলি অন্বেষণ করছে। কোভিড মহামারি এবং ইউক্রেনের যুদ্ধের সময় বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠে বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরির পদ্ধতিকে নতুন আকার দিতে পারে এই নয়া পদক্ষেপ।
ভারতে নতুন উৎপাদন প্রকল্পটি চালু হয়ে গেলে প্রায় এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বলে রাখা ভালো, চিনের ঝোংঝো শহরে সংস্থার কারাখানায় এই মুহূর্তে অন্তত পক্ষে ২ লক্ষ কর্মসংস্থান রয়েছে। তবে চাহিদা বাড়লেও কর্মীসংখ্যাও বেড়ে যায় সেখানে।
কোভিড-সম্পর্কিত ব্যাঘাতের কারণে ঝেংঝো প্ল্যান্টের আউটপুট বছরের শেষের ছুটির আগে তলানিতে গিয়ে ঠেকেছিল। যে কারণে উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনার দিকে পা বাড়ায় অ্যাপল। ওয়াকিবহাল মহলের মতে, ফক্সকনের এই সিদ্ধান্ত এমন একটি সর্বশেষ পদক্ষেপ, যা সরবরাহকারীরা প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত চিন থেকে ‘হাত’ সরিয়ে নিতে পারে।
আরও পড়ুন: ইয়েস ব্যাঙ্কে অংশীদারিত্ব কমাতে পারে এসবিআই