Connect with us

খবর

নিজের জায়গায় ফিরছে সোনা, রুপোর দাম, জানুন আজ কত

পর পর দু’দিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে লোকসানের পর আবারও বেড়েছে দুই মূল্যবান ধাতুর দাম।

Published

on

ফের নিজের অবস্থানে ফিরছে সোনা এবং রুপোর দাম। পর পর দু’দিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লোকসানের পর আবারও বেড়েছে দুই মূল্যবান ধাতুর দাম।

৫ এপ্রিল যে গোল্ড ফিউচার ম্যাচিওর হবে তা শুক্রবার পর্যন্ত ৬৫ পয়েন্ট বেড়ে ৫৫,৮০৪ টাকা/১০ গ্রাম। অন্য দিকে, ৫ মে ম্যাচিওর হতে যাওয়া সিলভার ফিউচার ৩৭৬ টাকা কমে ৬৪,৪১০ টাকা/ কেজিতে রয়েছে।

ভারতের প্রধান শহরগুলিতে সোনার (২৪ ক্যারেট) দাম/ ১০ গ্রাম

দিল্লি- ৫৬,৬০০ টাকা

মুম্বই- ৫৬,৪৫০ টাকা

চেন্নাই- ৫৭,২০০ টাকা

কলকাতা- ৫৬,৪৫০ টাকা

বেঙ্গালুরু- ৫৬,৫০০ টাকা

ভারতের প্রধান শহরগুলিতে রুপোর দাম/ কেজি

দিল্লি- ৬৬,৯০০ টাকা

মুম্বই- ৬৬,৯০০ টাকা

চেন্নাই- ৭০,০০০ টাকা

কলকাতা- ৬৬,৯০০ টাকা

বেঙ্গালুরু- ৭০,০০০ টাকা

আরও পড়ুন: মার্চে মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এখানে দেখে নিন সম্পূর্ণ তালিকা

Advertisement