ফের নিজের অবস্থানে ফিরছে সোনা এবং রুপোর দাম। পর পর দু’দিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লোকসানের পর আবারও বেড়েছে দুই মূল্যবান ধাতুর দাম।
৫ এপ্রিল যে গোল্ড ফিউচার ম্যাচিওর হবে তা শুক্রবার পর্যন্ত ৬৫ পয়েন্ট বেড়ে ৫৫,৮০৪ টাকা/১০ গ্রাম। অন্য দিকে, ৫ মে ম্যাচিওর হতে যাওয়া সিলভার ফিউচার ৩৭৬ টাকা কমে ৬৪,৪১০ টাকা/ কেজিতে রয়েছে।
ভারতের প্রধান শহরগুলিতে সোনার (২৪ ক্যারেট) দাম/ ১০ গ্রাম
দিল্লি- ৫৬,৬০০ টাকা
মুম্বই- ৫৬,৪৫০ টাকা
চেন্নাই- ৫৭,২০০ টাকা
কলকাতা- ৫৬,৪৫০ টাকা
বেঙ্গালুরু- ৫৬,৫০০ টাকা
ভারতের প্রধান শহরগুলিতে রুপোর দাম/ কেজি
দিল্লি- ৬৬,৯০০ টাকা
মুম্বই- ৬৬,৯০০ টাকা
চেন্নাই- ৭০,০০০ টাকা
কলকাতা- ৬৬,৯০০ টাকা
বেঙ্গালুরু- ৭০,০০০ টাকা
আরও পড়ুন: মার্চে মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এখানে দেখে নিন সম্পূর্ণ তালিকা