ভারতে তৈরি হবে আইনফোন, ৩০০ একর জমিতে গড়ে উঠছে কারখানা, ১ লক্ষ কর্মসংস্থান
কর্নাটকে ৩০০ একরের কারখানা তৈরি করছে ফক্সকন। এখানেই তৈরি করা হবে অ্যাপলের আইফোন (iPhone)। কারাখানা তৈরির জন্য বেঙ্গালুরুতে জমি দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই।
বিনিয়োগ ৭০ কোটি মার্কিন ডলার
ওয়াশিংটন-বেজিং সম্পর্কে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই চিন থেকে ভারতের দিকে নজর ঘোরাচ্ছে অ্যাপল। জানা গিয়েছে, অ্যাপল ইনকর্পোরেটেডের (Apple Inc.) অংশীদার ফক্সকন টেকনোলজি গ্রুপ (Foxconn Technology Group) স্থানীয় উৎপাদন বাড়াতে ভারতে একটি নতুন প্ল্যান্টে ৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুতে বিমানবন্দরের কাছে ৩০০ একর জায়গার উপর আইফোনের যন্ত্রাংশ তৈরির জন্য প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করেছে সংস্থা। ওই কারখানায় অ্যাপলের হ্যান্ডসেটগুলিও অ্যাসেম্বল করা হতে পারে। বিষয়টির সঙ্গে সম্পর্কিত কয়েক জন...