বিবি ডেস্ক: দীর্ঘমেয়াদে নিজের পরিবারের আর্থিক সুস্থতা সুরক্ষিত করার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য মেয়াদি বিমা (Term insurance) হল সবচেয়ে ভালো মাধ্যম।
টার্ম ইন্সিওরেন্স পলিসি কী
এই বিমা পলিসি যেমন সাশ্রয়ী, তেমনই সহজ। আরও স্পষ্ট করে বললে, টার্ম ইন্সিওরেন্স হল এক ধরনের লাইফ ইন্সিওরেন্স যেখানে একটি নির্দিষ্ট সময় কালের মধ্যে লাইফ কভারেজ পাওয়া যায়। এর প্রিমিয়ামও অত্যন্ত কম। আবার লাইফ কভারেজের অঙ্কটাও অনেকটা বেশি। ফলে অন্য কোথাও বিনিয়োগের কথা চিন্তা করার আগে মেয়াদি বিমা পলিসি কেনার কথা ভেবে দেখতে পারেন যে কেউ।
কোনো জীবন বিমা পলিসি কেনার পিছনে আসল উদ্দেশ্য আসন্ন ভবিষ্যতে নিজের পরিবারের আর্থিক নিশ্চয়তা তৈরি করা। রোজগারকারীর আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে পরিবারের আর্থিক সুরক্ষা, সন্তানের উচ্চ শিক্ষা, অবসর গ্রহণের পর সঞ্চয় ইত্যাদির মতো দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণের বিষয়গুলি জীবন বিমা পলিসির সঙ্গে সম্পর্কিত। এই ধরনের বিমা শুধুমাত্র বিমাকারীর মৃত্যুর পরেই দাবি করা যায়। এবং সেই দাবি করতে পারেন নমিনি।
মাথায় রাখতে হবে যে বিষয়গুলি
*মেয়াদ নির্বাচনের সময় অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। যেমন, ২৫ বছরে কেউ যদি ২০ বছরের জন্য একটি টার্ম ইন্সিওরেন্স পলিসি কেনেন, তা হলে সেটার কভারেজ পাওয়া যাবে ৪৫ বছর বয়স পর্যন্ত।
*পলিসি কেনার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি গোপন করা উচিত নয়। যেমন, আগে থেকে কোনো অসুখে ভুগছেন কি না, পারিবারিক চিকিৎসার ইতিহাস, ধূমপান এবং বিপজ্জনক পেশায় জড়িত থাকার মতো ঝুঁকিপূর্ণ জীবনধারাও সেই তথ্যতালিকায় অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে দাবি নিষ্পত্তিতে সুবিধা হয়।
*যে সংস্থা থেকে বিমা কিনছেন, তার সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া। ওই বিমা সংস্থার দাবি নিষ্পত্তির অনুপাত জানতে হবে। এতে আপনি মানসিক শান্তি পাবেন। আসন্ন ভবিষ্যতে মৃত্যু হয়, তা হলে আপনার প্রিয়জন কোনো ঝামেলা ছাড়াই পলিসির টাকা হাতে পাবেন। তাই, বিমা সংস্থা নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হলে ওই সংস্থা সম্পর্কেও খোঁজখবর নেওয়াটা জরুরি।
*একটি মেয়াদি পলিসি কেনার আগে, আপনাকে অবশ্যই সঠিক বিমা এবং একটি সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম বেছে নিতে হবে। অতিরিক্ত কভারেজের জন্য বাড়তি প্রিমিয়াম। ফলে আপনি যেটা বেছে নিচ্ছেন, সেটার প্রিমিয়াম আপনার জন্য সঠিক কি না, সেটাও দেখতে হবে।
*পলিসি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে চাইলে অ্যাড-অন দরকার। কিন্তু অপ্রয়োজনীয় সুবিধা পেতে গিয়ে বাড়তি খরচের প্রয়োজন কী। ভবিষ্যতে হয়তো ওই সুবিধা প্রয়োজন নাও হতে পারে। ফলে শুধুমাত্র সেই অ্যাড-অন কেনা উচিত, যেগুলো আপনার দরকার। অন্যথায় ছেড়ে দিন। এতে আপনার পলিসি আরও সাশ্রয়ী হয়ে উঠবে।
আরও পড়ুন: ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কী? এই মাপকাঠিতে কী ভাবে প্রভাবিত হয় ক্রেডিট স্কোর