ফিনান্স
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কী? এই মাপকাঠিতে কী ভাবে প্রভাবিত হয় ক্রেডিট স্কোর
আপনি নিজের ক্রেডিট কার্ড কতটা ব্যবহার করেন তার উপর আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও নির্ভর করে। ব্যাপারটা আসলে কী?

বিবি ডেস্ক: এখন কম-বেশি ক্রেডিট কার্ড (credit card) ব্যবহার করেন অনেকেই। তবে জানেন কি, ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও (Credit Utilization Ratio) কী? ঋণ-ভিত্তিক এই মাপকাঠি কী ভাবে প্রভাবিত করে আপনার ক্রেডিট স্কোরকে (Credit Score)?
নতুন করে বলার নয়, ক্রেডিট স্কোর ভালো হলে সহজেই ঋণ পাওয়া যায়। আর খারাপ হলে উল্টোটা। অর্থাৎ, কোনো ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে ক্রেডিট স্কোর নীচে থাকলে। আবার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও-র দিকেও বিশেষ নজর দেওয়া হয়।
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কী
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও (CUR) হল আপনার ক্রেডিট কার্ডের সীমা, আপনি এক মাসে কতটা ব্যবহার করেন। এই রেশিও আপনার ক্রেডিট স্কোরের উপর সরাসরি প্রভাব ফেলে। কারণ, আপনি নিজের ক্রেডিট কার্ড কতটা ব্যবহার করেন তার উপর আপনার সিইউআর নির্ভর করে।
বিশ্লেষকদের মতে, ৩০ শতাংশ পর্যন্ত সিইউআর আদর্শ বলে বিবেচিত হয়। একইভাবে, যদি তা ৩০ শতাংশের বেশি হয়, তা হলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে। যদিও সময়মতো বিল মিটিয়ে দিলে ক্রেডিট স্কোর উন্নত করতে কোনো বাধা নেই।
ক্রেডিট স্কোরে কী ভাবে প্রভাব পড়ে
ধরুন, আপনার কার্ডে ক্রেডিট লিমিট ৫ লক্ষ টাকা। এর মধ্যে যদি ৫০ হাজার টাকা খরচ করেন, তা হলে আপনার সিইউআর হবে ১০ শতাংশ। ক্রেডিট লিমিট শেষ হয়ে গেলে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বেড়ে যায়। একই ভাবে যদি আপনার কার্ডের সিইউআর প্রায়শই ৩০ শতাংশের স্তর অতিক্রম করে, তা হলে ক্রেডিট স্কোর নীচে নেমে যেতে পারে। তবে, বেশি সিইউআর-এর কারণে যদি আপনার ক্রেডিট স্কোর উচ্চ কমে যায়, তা হলে সিইউআর-কে ৩০ শতাংশের নীচে রেখে নিয়মিত আপনার কার্ড ব্যবহার করে তা ফেরত পেতে পারেন।
অংক কঠিন নয়!
এটা সহজ অংক, ক্রেডিট লিমিট বেশি হলে এই অনুপাত কমানো সহজ হয়ে যায়। এ ছাড়াও আরও একটি অংক রয়েছে। ধরুন, আপনার কাছে তিনটি ক্রেডিট কার্ড রয়েছে। প্রত্যেকটির ক্রেডিট লিমিট ১ লক্ষ টাকা করে। তিনটি কার্ডের মোট ক্রেডিট লিমিট ৩ লক্ষ টাকা। সে ক্ষেত্রে কোনো একটা কার্ড ব্যবহার করে আপনি যদি ৩০ হাজার টাকা খরচ করেন, তা হলে আপনার সিইউআর হবে ১০ শতাংশ।
এ বার আপনি যদি একটি ক্রেডিট কার্ড বন্ধ করে দেন, তা হলে আপনার ক্রেডিট লিমিট হবে ২ লক্ষ টাকা। সে ক্ষেত্রে বাকি দু’টির যে কোনো একটি থেকে ৩০ হাজার টাকা খরচ করলে আপনার সিইউআর দাঁড়াবে ১৫ শতাংশ।
আরও পড়ুন: আরও কমল সোনার দাম, বিনিয়োগের কি এটাই সেরা সময়?