আপনার কি টার্ম ইন্স্যুরেন্সের দরকার? জানুন এর সুবিধা কী
প্রত্যেকেই নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত! সবাই চায় জীবন হোক আরও নিরাপদ। বিশেষ করে কোভিড-১৯ মহামারি আরও বেশি করে টনক নড়িয়ে দিয়েছে আমজনতার। মহামারি আর লকডাউনের জোড়া ধাক্কায় বেড়েছে অনিশ্চয়তা। ফলে হাতে সময় থাকতে ভবিষ্যতের পরিকল্পনা ছকে নেওয়াই ভালো। এ ব্যাপারেই চলে আসে মেয়াদি বিমা প্রকল্পের (Term insurance plan) কথা।
বর্তমান পরিস্থিতিতে মেয়াদি বিমা পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র ভবিষ্যতের নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য নয়, প্রিমিয়ামের বোঝাও কমিয়ে দেয়। এর পাশাপাশি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান থেকে কর সাশ্রয়-সহ আরও অনেক সুবিধা রয়েছে।
প্রিমিয়ামের খরচ হ্রাস
টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সাধারণ জীবন বিমা পরিকল্পনার তুলনায় কম। এই ধরনের পরিকল্পনাগুলি আপনাকে কম খরচে আরও বেশি সুরক্ষা কভার দেয়। টার্ম প্ল্যান যত কম বয়সে নেওয়া হয়, প্রিমিয়াম তত কম। আপনার বয়স...