Connect with us

ফিনান্স

আপনার কি টার্ম ইন্স্যুরেন্সের দরকার? জানুন এর সুবিধা কী

টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সাধারণ জীবন বিমা পরিকল্পনার তুলনায় কম।

Published

on

প্রত্যেকেই নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত! সবাই চায় জীবন হোক আরও নিরাপদ। বিশেষ করে কোভিড-১৯ মহামারি আরও বেশি করে টনক নড়িয়ে দিয়েছে আমজনতার। মহামারি আর লকডাউনের জোড়া ধাক্কায় বেড়েছে অনিশ্চয়তা। ফলে হাতে সময় থাকতে ভবিষ্যতের পরিকল্পনা ছকে নেওয়াই ভালো। এ ব্যাপারেই চলে আসে মেয়াদি বিমা প্রকল্পের (Term insurance plan) কথা।

বর্তমান পরিস্থিতিতে মেয়াদি বিমা পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র ভবিষ্যতের নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য নয়, প্রিমিয়ামের বোঝাও কমিয়ে দেয়। এর পাশাপাশি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান থেকে কর সাশ্রয়-সহ আরও অনেক সুবিধা রয়েছে।

প্রিমিয়ামের খরচ হ্রাস

টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সাধারণ জীবন বিমা পরিকল্পনার তুলনায় কম। এই ধরনের পরিকল্পনাগুলি আপনাকে কম খরচে আরও বেশি সুরক্ষা কভার দেয়। টার্ম প্ল্যান যত কম বয়সে নেওয়া হয়, প্রিমিয়াম তত কম। আপনার বয়স যদি এখন ১৮ বছর হয় এবং ৬০ বছরের জন্য এক কোটি টাকার মেয়াদি পরিকল্পনা নেন, তা হলে প্রিমিয়াম বাবদ আপনি হাজার টাকা বাঁচাতে পারবেন। বয়স বাড়ার সঙ্গেই মেয়াদি বিমার প্রিমিয়ামও বাড়তে থাকে।

কোন ক্ষেত্রে সবচেয়ে জরুরি

টার্ম ইন্স্যুরেন্স ১০ বছরের মেয়াদ দিয়ে শুরু হয়। যাঁরা গৃহঋণ বা অন্য কোনো বড় ঋণ নিয়েছেন, এটা তাঁদের জন্য । দুর্ভাগ্যবশত, আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, আপনার পরিবারের জন্য ঋণের অবশিষ্ট কিস্তি পরিশোধ করা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে, আপনি যদি একটি মেয়াদি বিমা করিয়ে রাখেন, তা হলে বহুবিধ সুবিধা। বাড়ির ঋণের পরিমাণ এবং তার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি রাখলে আপনার অনুপস্থিতিতেও আপনার পরিবারের মাথার উপর ছাদ নিশ্চিত থাকবে।

বৃদ্ধ বয়সের সুরক্ষা

বৃদ্ধ বয়সেও সুরক্ষা দিয়ে থাকে মেয়াদি বিমা। সাধারণত, টার্ম প্ল্যানগুলি ৭০ বছর বয়স পর্যন্ত পাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে, ৭৫ বছর পর্যন্ত কভারেজ অফার করে এমন মেয়াদি পরিকল্পনাগুলিও পাওয়া যায়। এ ভাবে, মেয়াদী পরিকল্পনা আপনাকে দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা প্রদান করতে পারে।

দীর্ঘমেয়াদে নিজের পরিবারের আর্থিক সুস্থতা সুরক্ষিত করার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য মেয়াদি বিমা হল সবচেয়ে ভালো মাধ্যম। নিজের লিঙ্কে ক্লিক করে জানুন বিস্তারিত…

টার্ম ইন্সিওরেন্স পলিসি কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন

Advertisement