পেঁয়াজ রফতানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই। বাণিজ্য মন্ত্রকের মতে, ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৫২.৩৮ কোটি মার্কিন ডলারের পেঁয়াজ বিদেশে পাঠিয়েছে ভারত।
রবিবার মন্ত্রকের জারি করা বিবৃতি অনুযায়ী, পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা না থাকলেও এর বীজ রফতানি নিষিদ্ধ রয়েছে। এ ছাড়াও সরকার পেঁয়াজ রফতানি সীমাবদ্ধ বা এতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করেনি।
গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানি প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৫.২১ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এমনকী, ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৫২.৩৮ কোটি মার্কিন ডলারের পেঁয়াজ রফতানি করেছে দেশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) একটি টুইট বার্তায়, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল জোরের সঙ্গে বলেছিলেন যে ভারত থেকে কোনো দেশে পেঁয়াজ রফতানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং বিপরীতে যে ভুল মন্তব্যগুলি সামনে আসছে, তা এক কথায় ভয়ঙ্কর।
মন্ত্রী টুইটারে লেখেন, “ভারত থেকে কোন দেশে পেঁয়াজ রফতানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং এর বিপরীতে বিভ্রান্তিকর বিবৃতিগুলি দুর্ভাগ্যজনক। প্রকৃতপক্ষে, ২০২২ সালের জুলাই-ডিসেম্বর থেকে, পেঁয়াজ রফতানি ধারাবাহিক ভাবে প্রতি মাসে ৪ কোটির উপরে হয়েছে, এতে আমাদের অন্নদাতারা উপকৃত হচ্ছেন”।
গত শনিবার পেঁয়াজ রফতানি নিয়ে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের টুইটের প্রতিক্রিয়ায় এই মন্তব্যটি করেন কেন্দ্রীয় মন্ত্রী। সুপ্রিয়া দাবি করেছিলেন, “কৃষিপণ্যের আমদানি-রফতানি নীতিতে ধারাবাহিকতার অভাবের ধাক্কা সহ্য করতে হবে মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের। দেশীয় বাজারে প্রচুর পেঁয়াজ এসেছে”।
আরও পড়ুন: আপনার কি টার্ম ইন্স্যুরেন্সের দরকার? জানুন এর সুবিধা কী
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.