EPFO সদস্যদের উচ্চহারে পেনশন বেছে নেওয়ার সময়সীমা বৃদ্ধি, জানুন নতুন তারিখ এবং অন্যান্য বিবরণ

উচ্চহারে পেনশন প্রকল্প বেছে নেওয়ার বাড়তি সময় পাচ্ছেন ইপিএফও সদস্যরা। সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য আগামী ৩ মে পর্যন্ত সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সদস্যরা তাঁদের নিয়োগকর্তার সঙ্গে যৌথ ভাবে নতুন প্রকল্প বেছে নিতে এবং তাতে আবেদন করতে পারবেন।

এর আগে এই সময়সীমা ছিল আগামী ৩ মার্চ পর্যন্ত। গত বছরের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চার মাসের জন্য সময়সীমা বাড়াতে বাধ্য হয় ইপিএফও। সেই হিসেবে ৩ মার্চ শেষ হওয়ার কথা সমসসীমা। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামী ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন ইপিএফও গ্রাহকরা।

কারা আবেদন করতে পারবেন

১. যে ক্ষেত্রে কর্মচারী এবং নিয়োগকর্তা ৫ হাজার টাকা বা সাড়ে ৬ হাজার টাকার মজুরি সীমা ছাড়িয়ে বেতনে অবদান রেখেছিলেন।

২. যে কর্মচারী এবং নিয়োগকর্তা ইপিএস সদস্য থাকার সময় আগে কখনোই যৌথ বিকল্প ব্যবহার করেননি।

৩. যাঁরা ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে ইপিএফও-র সদস্য ছিলেন এবং সেই তারিখে বা তার পরেও সদস্য হতে থাকবেন।

কী ভাবে আবেদন জানাবেন

১. কমিশনারের নির্ধারিত আবেদনপত্রে বর্ধিত সুবিধার জন্য যোগ্য গ্রাহকদের নিজের নিয়োগকর্তার সঙ্গে যৌথ ভাবে আবেদন করতে হবে এবং যৌথ ঘোষণার মতো অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে থাকতে হবে।

২. ইপিএফও-র ফিল্ড অফিসগুলির ‘জয়েন্ট অপশন ফর্ম’ ব্যবহার করা যাবে।

৩. আবেদনপত্র জমা দেওয়ার পরে, বিজ্ঞপ্তি মেনে আবেদনটি যাচাই করা হবে।

আরও পড়ুন: আপনার কি টার্ম ইন্স্যুরেন্সের দরকার? জানুন এর সুবিধা কী

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.