নতুন করে বলার নয়, বিভিন্ন রকমের পলিসি রয়েছে এলআইসি-র। আপনিও যদি সারাজীবন উপার্জনের প্ল্যান খোঁজ করেন, তা হলে এই দুর্দান্ত একটি প্ল্যানের বিষয়ে বিশদ জেনে নিতে পারেন। যাতে আপনি প্রতি মাসে টাকা পাবেন। এই স্কিমে, আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশনের সুযোগ নিতে পারেন। এলআইসি-র এই পলিসির নাম সরল পেনশন যোজনা।
একক প্রিমিয়াম প্ল্যান
এটি এক ধরনের একক প্রিমিয়াম পেনশন প্ল্যান, যেখানে আপনাকে শুধুমাত্র একবার প্রিমিয়াম দিতে হবে এবং আপনি সারাজীবন উপার্জন করতে পারবেন। পলিসিধারী মারা গেলে জমাকৃত অর্থ অর্থাৎ প্রিমিয়াম মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হয়। সরল পেনশন যোজনা হল একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা, অর্থাৎ, আপনি পলিসি নেওয়ার সঙ্গে-সঙ্গেই পেনশন পেতে পারেন। এই পলিসি নেওয়ার পর যে পরিমাণ পেনশন শুরু হয়, সারা জীবনের জন্য সেই পরিমাণ অপরিবর্তিত থাকে।
মৃত্যুর পর নমিনিকে প্রিমিয়াম ফেরত
এই পলিসিটি যদি একজন ব্যক্তির নামে থাকে, তা হলে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন পেনশন পাবেন। তাঁর মৃত্যুর পরে পলিসিধারকের মনোনীত ব্যক্তিকে মূল প্রিমিয়ামের পরিমাণ ফেরত দেওয়া হবে।
স্বামী-স্ত্রী যৌথ ভাবে পলিসি করলে প্রাইমারি পেনশনভোগী যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি পেনশন পেতে থাকবেন। তাঁর মৃত্যুর পর, অন্য জন আজীবন পেনশন পাবেন। তাঁরও মৃত্যুর পর মূল প্রিমিয়ামের টাকা মনোনীত ব্যক্তিকে হস্তান্তর করা হবে।
কী ভাবে ৫০ হাজার টাকা পেনশন
আপনার যদি প্রতি মাসে টাকার প্রয়োজন হয় তবে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা পেনশন নিতে হবে। এতে আপনাকে ন্যূনতম ১২০০০ টাকার পেনশন বেছে নিতে হবে। যেখানে সর্বোচ্চের কোনো সীমা নেই। আপনার বয়স যদি ৪০ বছর হয় এবং ১০ লক্ষ টাকার একক প্রিমিয়াম জমা করেন, তা হলে আপনি বার্ষিক ৫০,২৫০ টাকা পেতে পারেন। সারা জীবন এই পরিমাণ পেনশন পাওয়া যাবে। এ ছাড়া, আপনি যদি আপনার জমা করা টাকা মাঝপথে ফেরত চান, তা হলে এমন পরিস্থিতিতে ৫ শতাংশ কেটে নেওয়ার পর আপনাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট! জানুন জমা এবং বদলের শেষ তারিখ, দৈনিক সীমা-সহ বিস্তারিত