এলআইসি-র নতুন প্ল্যান ‘জীবন কিরণ’, প্রিমিয়াম রিটার্ন-সহ লাইফ কভারের অফার

LIC

‘এলআইসি জীবন কিরণ’ নামে একটি নতুন জীবন বিমা পরিকল্পনা চালু করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। যেখানে লাইফ কভার এবং প্রিমিয়াম ফেরত- দু’ধরনের সুবিধাই মিলবে।

প্ল্যানটি ১৮ থেকে ৬৫ বছর বয়সি গ্রাহকদের চাহিদা পূরণ করবে। নির্দিষ্ট আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ১০ থেকে ৪০ বছর মেয়াদের পলিসি বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে গ্রাহকদের।

এ ছাড়াও, একটি একক প্রিমিয়াম পেমেন্ট বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট সুবিধা রয়েছে এই প্ল্যানে। নিয়মিত প্রিমিয়াম পলিসিগুলির জন্য সর্বনিম্ন কিস্তির প্রিমিয়াম হল ৩ হাজার টাকা। একক প্রিমিয়াম পলিসির জন্য যা হল ৩০ হাজার টাকা।

পলিসির দু’টি ঐচ্ছিক বিষয় রয়েছে – একটি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতাজনিত সুবিধা, অন্যটি অ্যাক্সিডেন্ট বেনিফিট, যা অতিরিক্ত প্রিমিয়ামের মাধ্যমে কিনতে পারেন গ্রাহক।

যদি পলিসিধারী মেয়াদপূর্তির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন এবং পলিসি কার্যকর থাকে, তা হলে মেয়াদপূর্তিতে প্রদত্ত মোট প্রিমিয়াম (অতিরিক্ত প্রিমিয়াম, রাইডার প্রিমিয়াম এবং কর ব্যতীত) ফেরত পাওয়ার সুযোগ পাবেন গ্রাহক।

মেয়াদের মধ্যে পলিসিধারীর মৃত্যু হলে এবং পলিসি চালু থাকলে, ডেথ বেনিফিটের জন্য নিয়মিত প্রিমিয়ামের বিমাকৃত রাশি ফেরত দেওয়া হবে, অথবা মৃত্যুর তারিখ পর্যন্ত বার্ষিক প্রিমিয়ামের সাতগুণ বা “প্রদত্ত মোট প্রিমিয়াম” এর ১০৫ শতাংশ বা মূল বিমাকৃত অর্থ ফেরত পাওয়া যাবে।

বলে রাখা ভালো, একক প্রিমিয়ামের জন্য, এটি একক প্রিমিয়াম বা মৌলিক বিমাকৃত (basic sum assured) অর্থের চেয়ে ১২৫ শতাংশ বেশি হবে।

আরও পড়ুন: কী ভাবে এলআইসি পলিসি সারেন্ডার করবেন, জানুন নিয়ম ও পদ্ধতি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.