বিবি ডেস্ক : দশ সংখ্যার প্যানকার্ড নম্বর সোশ্যাল মিডিয়া শেয়ার করতে নিষেধ করল আয়কর বিভাগ। এই ধরনের গুরুত্ত্বপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়া দিলে তার অপব্যবহার হতে পারে বলে আয়কর বিভাগ সতর্ক করেছে।
করদাতারা আয়কর সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর আয়কর বিভাগের টুইটারে জানতে চাইছেন। উত্তর জানতে গিয়ে কেউ এই মাক্রো ব্লগে নিজেদের প্যানকার্ড নম্বরও শেয়ার করে দিচ্ছেন। তাই দেখে নড়েচড়ে বসেছে আয়কর বিভাগ।
যে করদাতা টুইটারে নিজে প্যান কার্ড নম্বর দিয়েছেন, তাঁকে সতর্ক করে আয়কর বিভাগ জানিয়েছে, প্যান কার্ডের মতো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় না দিতে, এর অপব্যবহার হতে পারে।
এই ধরনের ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীরা ব্যবহার করে আপনার অজান্তে, আপনার নামে লেনদেন করতে পারে।
একই ভাবে আধার কর্তৃপক্ষ বারো সংখ্যার আধার নম্বর শেয়ার না করতে নিষেধ করেছিল।