অবসরের পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন অরুন্ধতি ভট্টাচার্য। এবার নিজের বিমা সংস্থা খুলতে চলেছেন ভারতীয় স্টেট ব্যাংকের এই প্রাক্তন চেয়ারপার্সন। মার্কিন বিমা সংস্থা এআইজি-র ভারতীয় শাখার প্ৰাক্তন প্রধান সুনীল মেহতা এবং এসবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর দীপক আই আমিনের সঙ্গে যৌথভাবে এ বীমা সংস্থা খোলার পরিকল্পনা নিয়েছেন অরুন্ধতী ভট্টাচার্য।
এ বিমা সংস্থাটির নাম হবে ওয়েলমো ফিনটেক।গত ৩ সেপ্টেম্বর অরুন্ধতীদেবী তাঁর সংস্থার নাম নথিভুক্ত করিয়েছেন বলে কর্পোরেট বিষয়ক মন্ত্রক সূত্রে খবর। এবার তিনি দেশের বিমা নিয়ামক সংস্থা আইআরডীএআই-এর কাছেও আবেদন করবেন বলে জানা গিয়েছে। যা যে কোন বীমা সংস্থা শুরুর প্রথম পদক্ষেপ বলেই মনে করা হয়।
এরপর দ্বিতীয় পর্বের অনুমোদনের জন্য পেইড-আপ ইক্যুইটি শেয়ার ক্যাপিটাল হিসেবে অন্তত ₹১০০ কোটি টাকা প্রয়োজন পড়বে ওয়েলমো ফিনটেকের। আর সে কারণেই ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টারদের থেকে মুলধন সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন অরুন্ধতী দেবী ও তার সহযোগীরা।২০১৭ সালে এসবিআইয়ের চেয়ারপার্সন পদ থেকে অব্যাহতি নেওয়ার পরে সাতটি ভারতীয় সংস্থার ডিরেক্টরের দায়িত্ব সামলেছন অরুন্ধতী ভট্টাচার্য।