বিবি ডেস্ক: কোনো কারণে প্যান কার্ড (PAN card) হারিয়ে গেলে কী করবেন? কী ভাবে, কোথায় আবেদন করে আবার তা পাওয়া যাবে?
সরকারি ভাবে প্যান কার্ড পুনরমুদ্রণের সুবিধা দেওয়া হয়। কিন্তু আপনি কি সেই পদ্ধতি জানেন? আপনি যদি নিজের প্যান কার্ড হারিয়ে ফেলেন, তা হলে বিষয়টি নিশ্চিত হতে এই প্রতিবেদন পড়ে নিতে পারেন।
এ ক্ষেত্রে TIN-Protean eGov Technologies Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। সেখানে প্যান কার্ডের জন্য অনলাইন আবেদনের বিভাগে এই পরিষেবা পাওয়া যাবে।
পুনরায় প্যান কার্ডের আবেদন পদ্ধতি
১. এই বিভাগে গিয়ে “Reprint of PAN card” অপশনটি বেছে নিন। আপনার প্যান কার্ড চুরি হয়ে গেলে, হারিয়ে গেলে বা অজানা জায়গায় থাকলে এই অপশনটি বেছে নেওয়া যেতে পারে।
২. উল্লিখিত লিঙ্কে ক্লিক করলে, আপনার জন্য একটি নতুন পেজ খুলে যাবে। যেখানে আপনাকে “Online Application for changes/correction in PAN data” লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এখানে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ খুলবে। সেখানে পরবর্তী পদক্ষেপগুলির নির্দেশিকা পাওয়া যাবে। নির্দেশিকাগুলি পড়ার পরে আপনি যে ধরনের প্যান হারিয়েছেন, সেটা (ব্যক্তি, কোম্পানি, ফার্ম, অবিভক্ত হিন্দু পরিবার, ইত্যাদি) বেছে নিতে পারেন।
৪. এখানে দেখানো আবেদনপত্রে হারানো প্যানের যাবতীয় তথ্য দিতে হবে। যেমন, হারিয়ে যাওয়া প্যান নম্বর, নাম, যোগাযোগের ঠিকানা, টেলিফোন নম্বর, ইমেল আইডি ইত্যাদির মতো বিশদ বিবরণ পূরণ করতে হবে। আবেদনকারীর ছবি এবং পরিচয়পত্রের মতো নথিও জমা দিতে হবে। প্যান কার্ডের আবেদনপত্র জমা দেওয়ার আগে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে।
৫. হারানো প্যান কার্ডের আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া যেতে পারে বা প্রয়োজনীয় নথিপত্র-সহ এনএসডিএল (NSDL)-এ পোস্ট মারফত পাঠানো যেতে পারে।
৬. ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ১০৭ টাকা (যদি যোগাযোগের ঠিকানা দেশের মধ্যে হয়) অথবা ৯৮৯ টাকা (যদি যোগাযোগের ঠিকানা ভারতের বাইরে হয়) দিতে হবে।
৭. টাকা জমা দেওয়া হয়ে গেলে অ্যাকনলেজমেন্ট নম্বর (acknowledgment number) তৈরি হয়ে যাবে। এটা পরবর্তীতে ব্যবহারযোগ্য।
৮. এর পর, একই প্যান নম্বর-সহ একটি ডুপ্লিকেট প্যান আবেদনকারীর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এলআইসি পরিষেবা, জানুন কী ভাবে ব্যবহার করবেন