বিবি ডেস্ক: আরবিআই (RBI)-এর ধারাবাহিক রেপ রেট বৃদ্ধির সিদ্ধান্তের জেরে ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়ানোর পথ ধরছে ব্যাঙ্কগুলিও। গৃহঋণ বা গাড়ি ঋণে যেমন সুদের হার বেড়েছে, তেমনই উল্টো দিকে, এফডি বা স্থায়ী আমানতে সুদের হার একাধিক বার বাড়ানো হয়েছে।
জেনে রাখা ভালো, ১৯৬১ সালের আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে কর সাশ্রয়কারী এফডি রয়েছে। যা ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নামে পরিচিত। এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে যে কোনো বিনিয়োগকারী বার্ষিক দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়ার যোগ্য।
উল্লেখযোগ্য ভাবে, এই অ্যাকাউন্ট যদি যৌথ ভাবে খোলা হয়, তা হলে কর ছাড়ার সুবিধা পাবেন শুধুমাত্র প্রথম অ্যাকাউন্টধারী ব্যক্তি। এই এফডি-র ম্যাচিউরিটির মেয়াদ পাঁচ বছর। ব্যক্তিগত ভাবে ছাড়াও কোনো হিন্দু অবিভক্ত পরিবার (HUF)-ও এই কর ছাডের সুবিধা পাওয়ার যোগ্য।
এই ৪টি ব্যাঙ্কে ট্যাক্স সেভিং এফডি-তে সুদের হার সাড়ে ৬ শতাংশ বা উপরে
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: ৬.৭৫ শতাংশ
ডিসিবি ব্যাঙ্ক: ৬.৬০ শতাংশ
আরবিএল ব্যাঙ্ক: ৬.৫৫ শতাংশ
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: ৬.৫০
অন্যতম বৈশিষ্ট্য
*এই অ্যাকাউন্টের ম্যাচিউরিটির মেয়াদ ৫ বছর
*যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম আমানতকারী ধারা ৮০সি-র অধীনে কর ছাড়ের সুবিধার জন্য যোগ্য
*পাঁচ বছরের লক-ইন পিরিয়ডে ঋণের সুবিধা পাওয়া যায় না
*কর সাশ্রয়কারী টিডিএস-এর জন্য সুদের হার প্রচলিত সুদের হার অনুযায়ী প্রযোজ্য
*ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটের সুদের হার ব্যাঙ্ক সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হয়।
আরও পড়ুন: ২ ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরছে না কেন্দ্র, জানালেন নির্মলা সীতারমন