বিবি ডেস্ক : আমানতকারীদের জন্য স্বস্তি বার্তা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মালা সীতারমন। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা আর্থিক প্রতারণ সম্মুখীন হলে স্থগিতাদেশের ৯ দিনের মধ্যে পাঁচ লক্ষ টাকা পাবেন গ্রাহক।
বুধবার মন্ত্রিসভায় ডিপোজিট ইন্সুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) আইনের সংশোধনী পাশ হয়েছে। এই মাধ্যেই গ্রাহকদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা হল।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনরাগ ঠাকুর বলেন এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘কোনো ব্যাঙ্কে আর্থিক লেনদেনের উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) মোরাটোরিয়াম জারি করলে ওই ব্যাঙ্কের গ্রাহকদের বিপাকে পড়তে হয়। কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বার থেকে কোনো ব্যাঙ্কে আরবিআই-এর স্থগিতাদেশ জারি হওয়ার ৯০ দিনের মধ্যে গ্রাহক নিজের গচ্ছিত টাকার উপর ৫ লক্ষ টাকার বিমা পাবেন।’’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘৯৮.৩ শতাংশ অ্যাকাউন্টই এই আইনের আওতায় সুরক্ষিত থাকবে।’’
আরও পড়ুন : লগ্নি টানতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশংসা বেদান্তর কর্ণধারের
ডিআইসিজি কী?
ডিআইসিজি রিজার্ভ ব্যাঙ্কের একটি সহযোগী সংস্থা। এই সংস্থাটি আমানতের উপর বিমা সুরক্ষা দিয়ে থাকে।
নতুন এই আইনের ফলে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র সমবায় (PMC) ব্যাঙ্ক বা ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) এবং লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের (Laxmibilas Bank) আমানতকারীদের চাপমুক্ত রাখবে।