বিবি ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে ফের পড়ল টাকার দাম। সোমবার বাজারের শুরুতে ৯৫ পয়সা পড়ে টাকার দাম।। এর ফলে প্রতি ডলারের তুলনায় টাকার দাম হল ৭৬.১৫টাকা।
ফোরেক্স টেডাররা জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাওয়ায় তাঁরা দেশের অর্থনীতির ভবিষ্যত নিয়ে শঙ্কিত।
সপ্তাহের প্রথমে এদিন বাজার খোলার শুরুতে টাকা দাম ছিল ডলার প্রতি ৭৫.৯০ টাকা। খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের দাম ৯৫ পয়সা বেড়ে যায়।
ট্রেডার জানিয়েছেন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের প্রভাব বাজারে পড়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারী ভারতে পুঁজি বাজার থেকে টাকা তুলি নিয়ে যাচ্ছে। শুক্রবারই ৩,৩৪৫.৯৫ কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা তার প্রভাব পড়েছে টাকার দামের উপর।