প্রায়শই আমরা ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করি। তবে এমনও অনেকেই আছেন, যাঁরা কোনো দিনই ব্যাঙ্কে গিয়ে কয়েন জমা করেননি। ব্যাঙ্কেও যে এই কয়েন জমা করা যায়, তা জানা থাকলেও করেন না বহু মানুষ। আপনি নিজেও কি কখনও ভেবে দেখেছেন, আমরা এক সঙ্গে কতগুলি কয়েন ব্যাঙ্কে জমা করতে পারি? কয়েন নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র একটি নিয়ম রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আরবিআই-এর নির্দেশিকায় কয়েনের জন্য কী কী নিয়ম তৈরি করা হয়েছে?
কয়েন জমা করা নিয়ে এখনও পর্যন্ত আরবিআই কোনো সীমা নির্ধারণ করেনি। এর মানে আপনি কয়েন আকারে যেকোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা করতে পারেন। ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের কাছ থেকে যেকোনো পরিমাণ কয়েন গ্রহণ করতে পারে। অর্থাৎ গ্রাহককে অস্বীকার করতে পারে না ব্যাঙ্ক। আরবিআই নির্দেশিকা অনুসারে, আপনি কোনো দ্বিধা ছাড়াই কয়েন জমা করতে পারেন। ব্যাঙ্কগুলি সমস্ত কয়েন আইনি দরপত্র হিসাবে গ্রহণ করবে।
অর্থাৎ, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেকোনো মূল্যের কয়েন জমা করতে পারেন। কয়েন জমা করার কোনো সীমা নেই। ধরুন, আপনার কাছে এক লক্ষ টাকা মূল্যের কয়েন আছে, তাহলে আপনি সেই কয়েন ব্যাঙ্কে জমা করতে পারেন। যদি কোনো ব্যাঙ্ক ওই কয়েন গ্রহণ করতে অস্বীকার করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন।
বলে রাখা ভালো, আরবিআই-এর এই নিয়ম সরকারি এবং বেসরকারি- উভয় ধরনের ব্যাঙ্কের জন্যই সমান ভাবে কার্যকর। কয়েন সরকারি বা বেসরকারি সমস্ত ব্যাঙ্কেই জমা করা যায়। কোনো ব্যাঙ্কই গ্রাহককে ফেরাতে পারে না।
প্রসঙ্গত, বর্তমানে বাজারে লেনদেনের জন্য এক, দুই, পাঁচ, দশ ও কুড়ি টাকার কয়েন ব্যবহার করা হয়। এখন মানুষ ডিজিটাল পেমেন্ট করা আরও সুবিধাজনক বলে মনে করছে। যে কারণে কয়েনের লেনদেনও আগের চেয়ে অনেকটাই কমেছে।
আরও পড়ুন: আয়কর নোটিশের জবাব না দিলে কড়া ব্যবস্থা, জারি নতুন নির্দেশিকা